শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩১

Somoy Channel
শুক্রবার ● ১৭ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রযুক্তি » টেলিটক ইন্টারনেট অফার এর নতুন দাম ও কোড জেনে নিন
প্রথম পাতা » প্রযুক্তি » টেলিটক ইন্টারনেট অফার এর নতুন দাম ও কোড জেনে নিন
১০২ বার পঠিত
শুক্রবার ● ১৭ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টেলিটক ইন্টারনেট অফার এর নতুন দাম ও কোড জেনে নিন

টেলিটক ইন্টারনেট অফার এর নতুন দাম ও কোড জেনে নিন“টেলিটক ইন্টারনেট অফার এর নতুন দাম ও কোড জেনে নিন”

টেলিটক ইন্টারনেট অফার এর দাম, মেয়াদ ও কোড নতুন করে প্রকাশ করা হয়েছে। সম্প্রতি অপারেটরগুলো ১ দিন ও ৩ দিন মেয়াদের ইন্টারনেট প্যাক বাতিল করার পর নতুন ট্যারিফে অনেক ইন্টারনেট প্যাকের দাম বেড়ে গিয়েছিল। কিন্তু এটা নিয়ে আলোচনা সমালোচনা শুরু হওয়ার পর আবারো মোবাইল ডাটা প্যাকের দাম নতুন করে নির্ধারণ করা হবে বলে শোনা যাচ্ছে। টেলিটক ইতোমধ্যেই নতুন ভাবে দাম কমিয়ে ডাটা প্যাক চালু করেছে। চলুন জেনে নেওয়া যাক টেলিটক ইন্টারনেট প্যাক এর দাম, মেয়াদ ও কোড সম্পর্কে।

৭ দিন মেয়াদের টেলিটক ইন্টারনেট অফার – Teletalk Internet Offer 7 Days Validity
প্রথমে চলুন জেনে নেওয়া যাক ৭ দিন মেয়াদের টেলিটক ইন্টারনেট প্যাকের দাম, ভলিউম ও কেনার কোড সম্পর্কে।

৭ দিন মেয়াদের ১০০ এমবি টেলিটক ইন্টারনেট প্যাক এর দাম ৯ টাকা, প্যাকটি কিনতে *111*501# ডায়াল করতে হবে। ৫০০ এমবি টেলিটক ইন্টারনেট এর দাম ১৭ টাকা, প্যাকটি কিনতে *111*717# ডায়াল করতে হবে।

টেলিটক ১ জিবি ইন্টারনেট কোড *111*534#, কেনা যাবে ২১ টাকায়। ২ জিবি টেলিটক ইন্টারনেট এর দাম ৩৬ টাকা, কিনতে *111*736# ডায়াল করুন। ৪৪ টাকায় কেনা যাবে টেলিটক ৩ জিবি ইন্টারনেট প্যাক, *111*44# ডায়াল করে প্যাকটি কেনা যাবে। ৪ জিবি টেলিটক ইন্টারনেট এর দাম ৫৬ টাকা, কিনতে *111*756# ডায়াল করুন। টেলিটক ৫ জিবি ইন্টারনেট প্যাক এর দাম ৬৪ টাকা, *111*764# ডায়াল করে প্যাকটি কেনা যাবে। টেলিটক ১০ জিবি ইন্টারনেট প্যাক এর দাম ৯৭ টাকা, কিনতে *111*97# ডায়াল করুন। ১২৯ টাকায় কেনা যাবে টেলিটক ১৫ জিবি ইন্টারনেট প্যাক, *111*551# ডায়াল করে প্যাকটি কেনা যাবে।

৩০ দিন মেয়াদের টেলিটক ইন্টারনেট অফার – Teletalk Internet Offer 30 Days Validity
এবার চলুন জেনে নেওয়া যাক ৩০ দিন মেয়াদ এর টেলিটক ইন্টারনেট প্যাক এর দাম ও কেনার কোড সম্পর্কে।

৩০ দিন মেয়াদের ১০০ এমবি টেলিটক ইন্টারনেট প্যাক এর দাম ২১ টাকা, প্যাকটি কিনতে *111*716# ডায়াল করুন। ৫০০ এমবি টেলিটক ইন্টারনেট প্যাক এর দাম ৩৯ টাকা, কিনতে *111*503# ডায়াল করুন। ৩০ দিন মেয়াদের ১ জিবি টেলিটক ইন্টারনেট প্যাক এর দাম ৫৯ টাকা, কিনতে *111*49# ডায়াল করুন।

২ জিবি টেলিটক ইন্টারনেট প্যাক এর দাম ৯৩ টাকা, *111*93# ডায়াল করে প্যাকটি কেনা যাবে। ৩ জিবি টেলিটক ইন্টারনেট কেনা যাবে ১৩৯ টাকায়, *111*531# ডায়াল করে প্যাকটি কেনা যাবে। ৪ জিবি টেলিটক ইন্টারনেট প্যাক এর দাম ১৭৬ টাকা, কিনতে *111*776# ডায়াল করুন।

৩০ দিন মেয়াদ এর ৫ জিবি টেলিটক ইন্টারনেট প্যাক এর দাম ২০১ টাকা, প্যাকটি কিনতে *111*532# ডায়াল করুন। ১০ জিবি টেলিটক ইন্টারনেট এর দাম ২৩৯ টাকা, *111*550# ডায়াল করে প্যাকটি কেনা যাবে।

১৫ জিবি টেলিটক ইন্টারনেট অফার এর দাম ২৭৬ টাকা, প্যাকটি কেনা যাবে *111*777# ডায়াল করে। ৩০ জিবি টেলিটক ইন্টারনেট প্যাক এর দাম ৩৪৪ টাকা, *111*344# ডায়াল করে প্যাকটি কেনা যাবে।

এছাড়া ৩০ দিন মেয়াদের টেলিটক ৪৫ জিবি ইন্টারনেট প্যাক রয়েছে যা ৪৪৫ টাকায় কেনা যাবে, *111*445# ডায়াল করে প্যাকটি কেনা যাবে।

আনলিমিটেড মেয়াদের টেলিটক ইন্টারনেট অফার – Teletalk Internet Offer Unlimited Validity
টেলিটক আনলিমিটেড ইন্টারনেট প্যাক এর ভলিউম ও কেনার কোডও আপডেট করা হয়েছে। বর্তমানে আনলিমিটেড মেয়াদ এর ২৫ জিবি টেলিটক ইন্টারনেট এর দাম ৩০৯ টাকা। ২৫ জিবি আনলিমিটেড মেয়াদ এর টেলিটক ইন্টারনেট প্যাকটি কেনা যবে *111*309# কোড ডায়াল করে।

উল্লেখিত টেলিটক ইন্টারনেট প্যাক কোড ব্যবহার করে নতুন টেলিটক ইন্টারনেট অফারগুলো নিতে পারবেন। ৭ দিন, ৩০ দিন ও আনলিমিটেড মেয়াদ এর উল্লেখিত প্যাকগুলো সকল টেলিটক গ্রাহকের জন্য প্রযোজ্য। অর্থাৎ সকল টেলিটক গ্রাহক উল্লেখিত টেলিটক প্যাকগুলো কিনতে ও ব্যবহার করতে পারবেন।

টেলিটকের মাইটেলিটক অ্যাপ থেকে ডাটা প্যাক গুলো কেনা যাবে। আরো জানতে টেলিটকের অফিসিয়াল পোস্ট দেখতে পারেন।

টেলিটক এর নতুন এই সিদ্ধান্ত তাই অবশ্যই প্রশংসার দাবিদার। এখন দেখার বিষয় হলো বাকি অপারেটরগুলো তাদের ইন্টারনেট প্যাক এর দাম কমিয়ে আনে কিনা।



বিষয়: #  #  #


প্রযুক্তি এর আরও খবর

বাসযোগ্য আরেকটি ‘পৃথিবী’ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের বাসযোগ্য আরেকটি ‘পৃথিবী’ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
আইসিটি সেক্টরে ১.৫ মিলিয়ন (১৫ লাখ) চাকরির সুযোগ: পলক আইসিটি সেক্টরে ১.৫ মিলিয়ন (১৫ লাখ) চাকরির সুযোগ: পলক
হুয়াওয়ে আইসিটি কম্পিটিশনের গ্লোবাল রাউন্ডে অংশ নিতে চীনে বাংলাদেশ দল হুয়াওয়ে আইসিটি কম্পিটিশনের গ্লোবাল রাউন্ডে অংশ নিতে চীনে বাংলাদেশ দল
সহজ উপায়ে স্মার্টফোনের স্টোরেজ খালি করার উপায় সহজ উপায়ে স্মার্টফোনের স্টোরেজ খালি করার উপায়
হুয়াওয়ের ক্লাউড সেবা ব্যবহার করবে উৎকর্ষ হুয়াওয়ের ক্লাউড সেবা ব্যবহার করবে উৎকর্ষ
রুয়েট ও আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট রুয়েট ও আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট
নেটওয়ার্ক আধুনিকায়নের লক্ষ্যে বাংলালিংক ও হুয়াওয়ের চুক্তি নেটওয়ার্ক আধুনিকায়নের লক্ষ্যে বাংলালিংক ও হুয়াওয়ের চুক্তি
হুয়াওয়ে আইসিটি কম্পিটিশনের এশিয়া প্যাসিফিক পর্বে তৃতীয় রুয়েট হুয়াওয়ে আইসিটি কম্পিটিশনের এশিয়া প্যাসিফিক পর্বে তৃতীয় রুয়েট
বৃহস্পতিবার রাতে একঘন্টা বন্ধ থাকবে ইন্টারনেট বৃহস্পতিবার রাতে একঘন্টা বন্ধ থাকবে ইন্টারনেট
কেন উধাও হচ্ছে টুইটার অ্যাকাউন্ট? কেন উধাও হচ্ছে টুইটার অ্যাকাউন্ট?

আর্কাইভ