রবিবার ● ১৪ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » ২০২৪ সালের বাণিজ্যমেলা শুরু হচ্ছে যখন
২০২৪ সালের বাণিজ্যমেলা শুরু হচ্ছে যখন
নিয়ম অনুযায়ী নতুন বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি আন্তর্জাতিক বাণিজ্যমেলা শুরু হওয়ার কথা থাকলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ২০২৪ সালের বাণিজ্যমেলা ১ জানুয়ারি আয়োজন করা সম্ভব হয়নি। ফলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা আগামী ২০ অথবা ২১ জানুয়ারি শুরু করার পরিকল্পনা নিয়েছে মেলার আয়োজক রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর দফতরে একটি সারসংক্ষেপও পাঠানো হয়েছে।
১৩ জানুয়ারি, শনিবার ইপিবির সচিব বিবেক সরকার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
ইপিবি সচিব বলেন, আমরা ২০ অথবা ২১ জানুয়ারি বাণিজ্যমেলা শুরু করতে চাচ্ছি। এরই মধ্যে প্রধানমন্ত্রীর দফতরে একটি সামারি পাঠিয়েছি। এখন ডেট পেলেই মেলা শুরু করতে পারবো।
তিনি আরও বলেন, নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে। এখন আশা করছি, অল্পসময়ের ভেতরে হয়ত ডেট নিতে পারবো। ২০ বা ২১ জানুয়ারি মেলা শুরু হওয়ার সম্ভাবনা বেশি। তবে, এটি নির্ভর করছে সরকারপ্রধানের ওপর।
মেলার স্টল বরাদ্দের বিষয়ে তিনি বলেন, আমরা বেশিরভাগ স্টল বরাদ্দ দিয়ে দিয়েছি। হয়ত কিছু বাকি থাকতে পারে। এখন সবকিছু নির্ভর করছে ডেটের ওপর। ডেট পেলেই এ সপ্তাহের ভেতরে সব কাজ শেষ করে ফেলতে পারবো।
উল্লেখ্য, দেশের পণ্য প্রদর্শনীর সব থেকে বড় আয়োজন আন্তর্জাতিক বাণিজ্যমেলা। দেশীয় পণ্যের পাশাপাশি প্রতিবছর ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, সিঙ্গাপুর, নেপালসহ বিভিন্ন দেশের পণ্য শোভা পায় এ মেলায়।
বিষয়: #নির্বাচন ২০২৪