শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩১

Somoy Channel
বৃহস্পতিবার ● ১৬ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » বাংলাদেশ » ছাতকে রাব্বানী ও আশরাফুলসহ বিএনপির ৭ নেতাকর্মী গ্র্রেফতার : মিজান চৌধুরীর নিন্দা
প্রথম পাতা » বাংলাদেশ » ছাতকে রাব্বানী ও আশরাফুলসহ বিএনপির ৭ নেতাকর্মী গ্র্রেফতার : মিজান চৌধুরীর নিন্দা
৭০ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৬ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ছাতকে রাব্বানী ও আশরাফুলসহ বিএনপির ৭ নেতাকর্মী গ্র্রেফতার : মিজান চৌধুরীর নিন্দা

ছাতকে রাব্বানী ও আশরাফুলসহ বিএনপির  ৭ নেতাকর্মী গ্র্রেফতার : মিজান চৌধুরীর নিন্দাছাতক উপজেলার ভাতগাও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রব্বানীসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের ৭ নেতাকর্মীকে অন্যায়ভাবে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ- ৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের বিগত একাদশ নির্বাচনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মিজানুর রহমান চৌধুরী। একই সাথে দলীয় নেতাকর্মীদের গণগ্রেফতার, বাসা-বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশীর নামে হয়রানী বন্ধের দাবী জানান তিনি।

এক বিবৃতিতে মিজানুর রহমান চৌধুরী বলেন, গত রবিবার ছাতক-সুনামগঞ্জ সড়কে শান্তিপূর্ণ অবরোধ শেষে ফেরার পথে সম্পূর্ণ অন্যায়ভাবে ১। ভাতগাও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, ২। দোলারবাজার ইউনিয়ন বিএনপি নেতা হাবিবুর রহমান, ৩। ছাতক পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুল হক খেলন, ৪। ভাতগাও ইউনিয়ন যুবদল শাহরিয়ার আহমদ সামাদ, ৫। ছৈলা আফজলাবাদ ইউনিয়নের স্বেচ্ছাসেবক দল নেতা মাহবুব রহমান, ৬। যুবদল নেতা হেলাল আহমেদ ও ৭। ইকরাম আলীকে গ্রেফতার করে গায়েবী মামলায় কারাগারে প্রেরণ করা হয়েছে।

তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার শেষ মুহুর্তে ফের অবৈধভাবে গদি দখল করতে মরিয়া হয়ে উঠেছে। কোন ষড়যন্ত্রই সফল হতে দেয়া হবেনা। হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমিয়ে রাখা যাবেনা। সকল জুলুম-নিপীড়ন উপেক্ষা করেই গণতন্ত্রের চূড়ান্ত বিজয় নিশ্চিত করা হবে। অবিলম্বে অন্যায়ভাবে আটক বিএনপি নেতা গোলাম রাব্বানীসহ কারান্তরীণ ছাতক-দোয়ারাবাজার উপজেলার বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং গণগ্রেফতার, বাসা-বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশীর নামে হয়রানী বন্ধ করতে হবে।



বিষয়: #  #  #  #


আর্কাইভ