মঙ্গলবার ● ৯ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » বিশ্ব » মার্কিন প্রশাসনে অচলাবস্থার শঙ্কা দূর; অর্থ বিলে বিরোধীদলের সাথে ঐকমত্য
মার্কিন প্রশাসনে অচলাবস্থার শঙ্কা দূর; অর্থ বিলে বিরোধীদলের সাথে ঐকমত্য
ব্যয় বরাদ্দ বিল পাস করতে সরকার ও বিরোধীদের ঐকমত্য হওয়ায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের কাজে অচলাবস্থার শঙ্কা আপতত দূর হয়েছে। তবে, এই বিলে প্রতিনিধি পরিষদ ও সিনেটের অনুমোদনের প্রক্রিয়া এখনো বাকি।
আগামী দুই সপ্তাহের মধ্যে বিলটি প্রতিনিধি পরিষদ বা সিনেটে পাস না হলে সরকারি খরচ নির্বাহের তহবিল সংকটে বিনা বেতনে বাধ্যতামূলক ছুটিতে যেতে হতে পারে লাখ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীকে। এর সরাসরি প্রভাবে কমে যেতে পারে সরকারি সেবা। বন্ধ হবে সরকারি অফিস, স্ট্যাচু অব লিবার্টিসহ বেশ কিছু দর্শনীয় স্থাপনা ও পর্যটন কেন্দ্র।
প্রতিনিধি পরিষদে সংখ্যালঘু দলের প্রতিনিধি ডেমোক্রেট কংগ্রেসম্যান হাকিম জেফরি ও সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের প্রতিনিধি চাক শুমার ঐকমত্যের বিষয়ে যৌথ বিবৃতি দিয়েছেন।
এতে জানানো হয়, প্রতিরক্ষা ব্যয় ছাড়া ৭৭ হাজার দুইশ’ কোটি ডলারের বিল নিয়ে ভোটাভুটির বিষয়ে রাজি হয়েছে ডেমোক্রেট ও রিপাবলিকান দল। অচলাবস্থা এড়াতে ১৯ জানুয়ারির মধ্যে এই বিলে চূড়ান্ত অনুমোদন নিশ্চিত করতে হবে। আর প্রতিরক্ষা খাতে নতুন বরাদ্দের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে ২ ফেব্রুয়ারির মধ্যে।
বিষয়: #অচলাবস্থা #প্রশাসন #মার্কিন #শঙ্কা