বৃহস্পতিবার ● ১৬ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » বাংলাদেশ » পুইয়া আদর্শ উচ্চ বিদ্যালয় বিদ্যমান - ঊর্ধ্বমুখী সম্প্রসারণের শুভ উদ্বোধন
পুইয়া আদর্শ উচ্চ বিদ্যালয় বিদ্যমান - ঊর্ধ্বমুখী সম্প্রসারণের শুভ উদ্বোধন
দিলিপ চৌহান, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলা উপজেলার নজিপুর পুইয়া আদর্শ উচ্চ বিদ্যালয় আয়োজনে, পুইয়া আদর্শ উচ্চ বিদ্যালয় বিদ্যমান এক তলা একাডেমিক ভবনের ২য় ও ৩য় তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণের শুভ উদ্বোধন।
১৫ নভেম্বর-২০২৩ খ্রি: রোজ বুধবার , সময় বিকাল ০৫,০০ঘটিকায়, অত্র বিদ্যালয় মাঠে। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পুইয়া আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল গাফফার এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ আকবর হোসেন এর সঞ্চালনায়।
প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য-৪৭, নওগাঁ-২ ও বাংলাদেশ জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ শহীদুজ্জামান সরকার।
বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল খালেক চৌধুরী। উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি মোঃ আবুল কালাম আজাদ সংগঠনিক সম্পাদক এস এম শাহীন চৌধুরী। মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোছাঃ ফাতেমা জিন্নাহ ঝরনা। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল আহাদ রাহাদ ।উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা। নজিপুর পৌরসভার প্যানেল মেয়র শ্রী যুগল চন্দ্র দেবনাথ। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শ্রী সনৎ কুমার সাহা।পুইয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তফা আলী মন্ডল।এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, এ,টি,এম জিল্লুর রহমান। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আরাফাত হোসেন। দপ্তর বিষয়ক সম্পাদক মোঃ মনিবুর রহমান চৌধুরী গোল্ডেন। প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শ্রী দিলিপ চৌহান।যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ মোকলেছুর রহমান। শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম অরুন। সদস্য ও কাউন্সিলর সুদর্শন চন্দ্র সাহা।সহ বিদ্যালয়ের সকল শিক্ষক গন সহ ছাত্র-ছাত্রী সুধীজন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিষয়: # #আদর্শ #উচ্চ #পুইয়া #বিদ্যালয়