শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

Somoy Channel
রবিবার ● ৭ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » হবিগঞ্জ-১ আসনে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিপুল ভোটে ঈগলের কেয়া চৌধুরী বিজয়ী
প্রথম পাতা » প্রধান সংবাদ » হবিগঞ্জ-১ আসনে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিপুল ভোটে ঈগলের কেয়া চৌধুরী বিজয়ী
৮৩ বার পঠিত
রবিবার ● ৭ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হবিগঞ্জ-১ আসনে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিপুল ভোটে ঈগলের কেয়া চৌধুরী বিজয়ী

হবিগঞ্জ-১ আসনে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিপুল ভোটে ঈগলের কেয়া চৌধুরী বিজয়ীবুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:- সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ- বাহুবল) আসনে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত ও জাতীয় পার্টির মনোনীত এম এ মুনিম চৌধুরী বাবু ৪৪ হাজার ৩৪৯ ভোট বেশি পেয়েছেন।

উক্ত আসনে মোট ১৭৭ টি কেন্দ্রের প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৭৫, হাজার ৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এম এ মুনিম চৌধুরী বাবু লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৩০ হাজার ৭০৩ ভোট।

এছাড়াও ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী গাজী মোহাম্মদ শাহেদ পেয়েছেন ৩১৯ ভোট, ইসলামী ঐক্যজোট প্রার্থী মোস্তাক আহমেদ ফারকানী মিনার প্রতীক নিয়ে পেয়েছেন ৩১৭ ভোট, কৃষক শ্রমিক জনতা লীগ প্রার্থী মোঃ নুরুল হক গামছা প্রতীক নিয়ে পেয়েছেন ২১৩ ভোট।

নবীগঞ্জ ও বাহুবল থানা নিয়ে গঠিত এই সংসদীয় আসনের বেসরকারি ফলাফল বাহুবল উপজেলা পরিষদ অডিটরিয়াম হল রুমে ও নবীগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়াম ঘোষণা করা হয়।

উল্লেখ্য, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে মোট ৪ লাখ ৩১ হাজার ৪২২টি ভোটের মধ্যে ভোট পড়েছে ১ লাখ ৭ হাজার ৭৯৭ টি ভোট। এর মধ্যে ১ হাজার ১৯৩টি ভোট বাতিল হয়েছে ।

ঈগল প্রতীকের প্রার্থী আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বিপুল ভোটে বিজয় ঘোষনার পর ঈগলের সর্মথনে নবীগঞ্জ, বাহবল, বাংলা বাজার, আউশকান্দি সহ হবিগঞ্জ-১ আসনের বিভিন্ন স্থানে সন্ধা রাতে আনন্দ মিছিল করে মালা বদল সহ মিষ্টি মূখ করা হয়েছে।



বিষয়: #


আর্কাইভ