রবিবার ● ৭ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ‘শুধু এলাকার মানুষ আমাকে এমপি বানায়নি, সারা দেশের মানুষের দোয়া ছিল’
‘শুধু এলাকার মানুষ আমাকে এমপি বানায়নি, সারা দেশের মানুষের দোয়া ছিল’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ মাধবপুর-চুনারঘাট থেকে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে লড়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সংসদ সদস্য বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী।
রোববার দিনব্যাপী এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সেখানে সুমনের পক্ষে ঈগলের ভোটের জোয়ার লক্ষ্য করা গেছে। তবে অ্যাডভোকেট মাহবুবের পক্ষে নৌকা প্রতীকের ভোটারদের তেমন উচ্ছ্বাস দেখা মেলেনি।
এরই অংশ হিসেবে দিন গড়িয়ে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে ঈগলের পক্ষে ব্যারিস্টার সুমনের সমর্থকরা আনন্দ মিছিল বের করেন। এ সময় তারা- জিতবে এবার ঈগল, জিতবে ব্যারিস্টার সুমন, জিতবে জিতবে, ঈগল জিতবেসহ নানা ধরনের স্লোগান দিতে থাকেন।
ফল ঘোষণার আগেই সমর্থকদের আনন্দ মিছিলের বিষয়ে জানতে চাইলে ব্যারিস্টার সুমন বলেন, আনন্দ র্যালিকে স্বাভাবিকভাবে নিচ্ছি। কারণ হচ্ছে, অ্যাডভোকেট মাহবুবকে তো অনেক দিন থেকেই আমি চিনি ও জানি। বাইরের মানুষ তাকে শুধু মন্ত্রী হিসেবে জানেন। আমি তাকে এমপি থেকেই চিনি, তার কাজকর্ম সম্পর্কে অবগত। তার জনসম্পৃক্ততা না থাকার কারণে নির্বাচনে দাঁড়ানোর পর থেকেই আমার বিশ্বাস ছিল যে, বিশাল ব্যবধানে আমি জিতব।
আমি বিশ্বাস করি ঘাম কখনো প্রতারণা করে না। আমার এলাকার মানুষদের জন্য যে ঘাম ফেলেছি, তার ফল আমার এলাকার মানুষ আমাকে দিয়েছেন। আমার পক্ষে যে ভোট, আমি মনে করি শুধু এলাকার মানুষ আমাকে এমপি বানায়নি, সারা বাংলাদেশের মানুষের দোয়া ছিল।
বিষয়: #নির্বাচন ২০২৪