শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

Somoy Channel
রবিবার ● ৭ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোট দিতে রাত কাটাচ্ছেন নতুন ভোটার প্রত্যাশীগন !
প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোট দিতে রাত কাটাচ্ছেন নতুন ভোটার প্রত্যাশীগন !
১০৮ বার পঠিত
রবিবার ● ৭ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভোট দিতে রাত কাটাচ্ছেন নতুন ভোটার প্রত্যাশীগন !

ভোট দিতে রাত কাটাচ্ছেন নতুন ভোটার প্রত্যাশীগন !আকিকুর রহমান রুমন : সারাদেশে রাত পোহালেই শুরু হবে নির্ধারিত সময়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহন।
আর এই ভোট গ্রহনের ধারাবাহিকতা নিয়ে হবিগঞ্জের ২-আসন (বানিয়াচং- আজমিরীগঞ্জ)এর নির্বাচনের শেষ সময়ের দিকে নৌকা প্রতিকের প্রতি ঝুঁকে পড়ছেন বৃদ্ধ থেকে শুরু করে নতুন প্রজন্মের ভোটারগন।
আর এই আনন্দে আমাদের সরজমিন ২ দিনের এক অনুসন্ধানে এসব তথ্য উপাত্ত ও নতুন ভোটারদেরকে রাত কাটাতে দেখা যায়।
তাদের সাথে আলাপকালে জানাযায়,তারা জীবনের প্রথম ভোট দিতে যাচ্ছেন।তাই তাদের মনের ঈদের মতোই আনন্দ লাগছে বলেন তারা।
তারা এটাও বলেন,ঘুমিয়ে আর কি করবো এমনিতেও ঈদের রাতটুকু আমরা অনেকেই না ঘুমিয়ে কাটিয়ে দেই।
তাই আমরাও চাচ্ছি রাতটুকু শেষ করে জীবনের প্রথম ভোটটা প্রয়োগ করবো নির্ধারত সময়ে সবার আগে।
এজন্য আমরা মূলত নতুন ভোটারগন একে অন্যর সাথে যোগাযোগ করে এভাবেই একত্রিত হচ্ছি।
কারণ আমরা সবাই আমাদের ভোট কেন্দ্রে উপস্থিত হবো এবং সবার আগে নতুন প্রজন্মের নেতৃত্বদানকারী নৌকার মাঝিকে আমরা আমাদের ভোট প্রয়োগের মাধ্যমে বিজয়ী করবো ইনশাআল্লাহ্। গতকাল ৬ জানুয়ারি(শনিবার)রাত দেড় ঘটিকায়(৭ জানুয়ারি-রবিবার)এসব ভোটারগনদের সাথে শেষ সময়ে সরাসরি ও মুঠোফোন যোগাযোগ করে আলাপকালে এসব তথ্য উপাত্ত পাওয়া যায়।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আজ ৭ জানুয়ারী(রবিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।
আর এই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে এই আসনে ৯জন প্রার্থী অংশ গ্রহন করছেন।
কিন্তু ৯জন প্রার্থীর মধ্যে দু’টি উপজেলার ভোটারগন এক মাত্র ২জন প্রার্থীকেই চিনেন এবং জানেন বলে তাদের কাছ থেকে জানাযায়।
অনেকেই আবার এই নির্বাচনে ২জন প্রার্থীই অংশ গ্রহন করে নির্বাচন করছেন বলে জানান।
আওয়ামীলীগের ৩য় বারের এমপি সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র নির্বাচন করছেন এমনটাই জানিয়ে তারা আরও বলেন,আমরা যতোটুকু জানি এবং আরও লোকজনের কাছ থেকে শুনতেছি প্রধানমন্ত্রী নিজে পছন্দ করে স্যারের ছেলেকে নৌকা প্রতিক দিয়েছেন।
আর এই এমপি মজিদ খান এটা মানতে পারেননি বলেই তার ছেলের বয়সী নৌকার মাঝি সংসদ সদস্য মরহুম এডভোকেট শরিফ উদ্দিন স্যারের পুত্র এডভোকেট ময়েজউদ্দিন শরীফ রুয়েল এর সাথে নির্বাচন করতেছেন।
এবং এই দুই প্রার্থীগন ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করে চলছেন বলেও শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন।
আর উভয় প্রার্থীগন ঐ দিয়ে যাচ্ছেন নানান প্রতিশ্রুতি।
আবার কেউ কেউ বিগত দিনে নিজের উন্নয়নের বিভিন্ন চিত্র ভোটারদের সামনে তুলে ধরছেন।
যদিও এই আসনটিতে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতিকের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর প্রচারনা ছাড়া তারা আর কোন প্রার্থীদের প্রচার প্রচারণা তেমন দৃশ্যমান নয় বলে দেখেননি তারা।
হবিগঞ্জের এই ০২-আসন (বানিয়াচং আজমিরীগঞ্জ)দু’টি উপজেলার নিয়ে গঠিত।
এই আসনে মোট ভোটার সংখ্যা হলো ৩ লাখ ৬৮ হাজার ৩৩৪ জন।
এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১ লাখ ৮৬ হাজার ১৪৬ জন।
আর মহিলা ভোটার রয়েছেন ১লাখ ৮২ হাজার ১৮৮ জন।
এই আসনের দু’টি উপজেলায় রয়েছে মোট ২০টি ইউনিয়ন।
এই ২০টি ইউনিয়নের মধ্যে ভোট কেন্দ্রের সংখ্যা রয়েছে ১৫০টি।
এর মধ্যে বানিয়াচং উপজেলায় রয়েছে ১৫টি ইউনিয়ন।
এই ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ২ লাখ ৭৩ হাজার ৮৫২ জন।
পুরুষ ভোটার ১লাখ ৩৮হাজার ৩১১জন ও মহিলা ভোটার রয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৫৪১জন।
এই বানিয়াচং উপজেলার ১৫টি ইউনিয়নের ১০৬টি ভোট কেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোট গ্রহন।
অপরদিকে আজমিরিগঞ্জ উপজেলায় মোট ৫টি ইউনিয়নে ৯৪ হাজার ৪৮২ জন নারী-পুরুষ ভোটার রয়েছেন।
এর মধ্যে পুরুষ ভোটার হলেন ৪৭ হাজার ৮শত ৩৫জন ও মহিলা ভোটার হলেন ৪৬ হাজার ৬শত ৪৭জন।
এই আজমিরীগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নে মোট ৪৪টি ভোট কেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোট গ্রহন।
এদিকে এই আসনে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্য বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ২৪০ হবিগঞ্জ-০২ মোঃ মাহবুবুর রহমানের নেতৃত্বে প্রতিটি ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনসার,পুলিশসহ মোট ১হাজার ৪শত ৮৮জন সদস্য নিয়োজিত রয়েছেন।
এছাড়াও বিজিবি ২ প্লাটুন,র‍্যাব ১ প্লাটুন,
এস্ক্রিকিউটিভ ও জুডিসিয়ারি ম্যাজিস্ট্রেট রয়েছেন ৬জন ও মোবাইল টিম স্ট্রাইকিংসহ ১০জন নিয়োজিত রয়েছেন।
এছাড়াও নির্বাচন সহকারী রিটার্নিং অফিসার সূত্রে সর্বশেষ শনিবার দিবাগত রাত ৩টার দিকে ৭জানুয়ারি(রবিবার) জানাযায়,ঝুকিপূর্ণ ৯টি কেন্দ্র থাকলেও সেখানে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগন নিয়োজিত রয়েছেন।
এছাড়াও গোয়েন্দা সংস্থার বিভিন্ন ইউনিটের সদস্যগনের নজরদারিতে রেখেছেন।
যদিও এই আসনটিতে এখন পর্যন্ত কোন ধরনের অপ্রিতিকর ঘটনা ঘটেনি বলেও নিশ্চিত করে বলেন,তারা সুষ্ঠু এবং সুন্দর নিরপেক্ষ একটি নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্য কাজ করে যাচ্ছেন।
তাই প্রতিটি ভোট কেন্দ্র গুলোতে সার্বক্ষনিক নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ রাখতে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির বানিয়াচং জোনাল অফিস ইন্জিনিয়ার,সহকারী ইন্জিনিয়ার, লাইনম্যানসহ বিভিন্ন ক্যাডাগরির ৩৩জন সদস্য তাদের ব্যবহৃত মোবাইল নাম্বার সহকারে নিয়োজিত রয়েছেন।
কারন সংশ্লিষ্ট ভোট কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসারগন বিদ্যুৎতের কোন প্রকার সমস্যা হওয়ার সাথে সাথেই,তাদেরকে জানাবেন।
তাৎক্ষণিক তারা এসব সমাধানে কাজ করে যাবেন বলেও এসব তথ্য প্রদান করে বলেন একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবেন আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২ (বানিয়াচং- আজমিরীগঞ্জ)
আসনের সাধারণ ভোটাররা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট ময়েজউদ্দিন শরীফ রুয়েলের নৌকা মার্কা(প্রতিক)এর দিকে ঝুকে পড়ছেন।
গতকাল ৫ জানুয়ারি (শুক্রবার) ও ৬ জানুয়ারি(শনিবার)এই আসনের দু’টি উপজেলার ২০ টি ইউনিয়নের ১৫০ কেন্দ্রের বিভিন্ন এলাকা গুলো সরজমিন অনুসন্ধানকালে সর্বশেষ এসব তথ্য উপাত্ত পাওয়া যায়।
এদিকে সাধারণ ভোটার থেকে শুরু করে নতুন ভোটার ও বৃদ্ধ বয়স্ক ভোটারদের সাথে আলাপকালে আওয়ামীলীগের এই প্রার্থীকে ভোট দেওয়ার কারণ হিসেবে জানতে চাইলে,তারা জানান
সারা বাংলাদেশে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে এই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার জন্যই আওয়ামীলীগের প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দেওয়া জরুরী বলে মনে করছেন তারা।
এজন্যই মুলত তাদের এই সিদ্ধান্ত নেওয়া।
এছাড়াও অনেকে আবার বলেন আওয়ামীলীগ মনোনীত এই প্রার্থী এড:ময়েজ উদ্দিন শরীফ রুয়েল একজন উচ্চ শিক্ষিত,সৎ নিষ্টাবান,তরুণ আইনজীবী হিসেবে এলাকার মানুষজন ও সাধারণ ভোটারদের নজর কাড়তে সক্ষম হয়েছেন।
এছাড়াও তিনি কার সন্তান এই পরিচয় পাওয়ার পর থেকে ৮০/৮৫বছরের বয়স্ক বৃদ্ধ লোকজন জানান,ভোট দেওয়ার ইচ্ছে ছিলোনা।
শুনেছি মরহুম শরীফ উদ্দিন স্যারের পুলা বুঝি ধারাইছে এজন্য ভোট দিতে যাইমু এবং এই পুলারে ভোট দিমু।
তুমরা জানোনা বা দেখোনি মনে হয়রে বাপধন,এমপি শরিফ উদ্দিন স্যার যে কতো ভালো মানুষ ছিলেন।
তাইনের পুলাও শুনছি বাপের মতো এডভোকেট হইছে,আমরার বিশ্বাস এই পুলাও বাপের মতো খুবই ভালো মানুষ হইবো।
তাই আর ক’দিন বাচমু জীবনের শেষ ভোটটা সঠিক জায়গায় দিয়ে এই পুলারে বিজয়ী বানাইয়া যাইমু এবং আল্লাহ্ পাকের কাছে দোয়া করমু।
দুটি উপজেলার নাম প্রকাশ না করার শর্তে এসব বয়সের ১০জনের মতো ভোটারদের সাথে আলাপকালে এসব কথা বলেন।
পাশ করলে যেন তাদের নাম গুলো বলি এমনটাও বলেন তারা।
তখন তাদের বিশ্বাস এই পুলা এমপি হইলেও তাদেরকে বাপের মতো নিজে এসে দেইখ্যা যাইবেন।
কারন গরীব ও নিরীহ মানুষ বলে আবার অনেকেই আমরার ক্ষতি করতে চাইবো।
তাই তোমরাও সকলে মিল্যারে বাপধন এই পুলারে এমপি বানাও।
বানিয়াচং আজমিরীগঞ্জ উপজেলার মানুষের ভালা ও উপকার হইবো বলে অনুরোধও করেন।
তার বাপ আমরার সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ শরীফ উদ্দিন স্যারের পরিচয়টা পর্যন্ত তারা এভাবেই তুলে ধরেন।
এই এড:শরীফ উদ্দিন আহমেদ বানিয়াচং- আজমিরীগঞ্জ উপজেলার সর্বজনশ্রদ্ধেয় একজন ব্যাক্তি ছিলেন এটা সবাই জানেন।
আমরার কথা না শুধু এটা।
এই সমস্ত কারণে এড:ময়েজ উদ্দিন শরীফ রুয়েলের প্রতি সাধারণ ভোটারদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করে নেয়।
এমনকি বিভিন্ন নির্বাচনী সভা-সমাবেশে অত্যন্ত নম্রভাবে বক্তব্য দিয়ে ইতিমধ্যে ভোটারদের মন জয় ও নজর কারতে সক্ষম হয়েছেন বলেও সাধারণ ভোটার ও নতুন ভোটারদের সাথে আলাপকালে এসব বলেন।
তিনি সাধারণ মানুষদেরকে কাছে পেলেই বুকে জড়িয়ে নিচ্ছেন অনাসায়ে।
বানিয়াচং-আজমিরীগঞ্জ উপজেলার আওয়ামীলীগের নেতাকর্মীদের সুশৃঙ্খল ঐক্য ও দলীয় ওয়ার্কিং ভোটারদের কাজে আরও উৎসাহিত করছে।
তাই সব মিলিয়ে সর্বশেষ মেরুকরণে এড:ময়েজ উদ্দিন শরীফ রুয়েলের জয়ের পাল্লা ভারী হয়ে উঠেছে।
হবিগঞ্জের ৪টি আসনের মধ্যে এই ০২-আসনের নৌকার নতুন মাঝি হিসাবে রেকর্ড সংখ্যক পরিনামে বিজয় হতে চলছেন।।



বিষয়: #


আর্কাইভ