শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

Somoy Channel
রবিবার ● ৭ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » পেকুয়ায় বিএনপি-পুলিশ সংঘর্ষে গুলিবিদ্ধ ৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » পেকুয়ায় বিএনপি-পুলিশ সংঘর্ষে গুলিবিদ্ধ ৫
৫১ বার পঠিত
রবিবার ● ৭ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পেকুয়ায় বিএনপি-পুলিশ সংঘর্ষে গুলিবিদ্ধ ৫

পেকুয়ায় বিএনপি-পুলিশ সংঘর্ষে গুলিবিদ্ধ ৫ডেস্ক রিপোর্ট:কক্সবাজারের পেকুয়ায় নির্বাচনবিরোধী মিছিলের সময় বিএনপি সমর্থক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের গুলিতে পাঁচজন আহত হয়েছেন।

শনিবার (৬ জানুয়ারি) বিকাল ৫ টার দিকে উপজেলার সদরের সিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট, যুবদল নেতা জয়নাল, ছাত্রদল নেতা রিফাত, তাহিনুল করিম ও সাকিব।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকালের দিকে উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুটের নেতৃত্বে ৪০-৫০ জনের একটি দল দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে নির্বাচনবিরোধী মিছিল করে।

এ সময় মিছিল থেকে পুলিশের ওপর হামলা করে তারা। পরে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে ঘটনা নিয়ন্ত্রণে পুলিশ গুলি ছুড়ে।

গুলিবিদ্ধ আহতদের উদ্ধার করে পেকুয়ার একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করায়। তাদের প্রাথমিক চিকিৎসা দেন পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মুজিবুর রহমান।

তিনি বলেন, ‘গুলিবিদ্ধদের মধ্যে জয়নাল ও রিফাতের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।’



বিষয়: #


আর্কাইভ