মঙ্গলবার ● ২ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » প্রবাসে বাংলাদেশ » ব্রঙ্কসে সিটিজেন ফোরামের নববর্ষ পালন।
ব্রঙ্কসে সিটিজেন ফোরামের নববর্ষ পালন।
শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক : নিউইয়র্কের ব্রঙ্কসে আনন্দ উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ইংরেজী নববর্ষ ২০২৪ পালন করেছে সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি।
গত ১লা জানুয়ারী সোমবার দুপুরে স্ট্রালিং বাংলাবাজারের নিরব রেস্টুরেন্টে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী মোঃ আব্দুস ছালাম।সংগঠনের সাধারন সম্পাদক কাজী রবিউজ্জামান ও অধ্যাপিকা সুমিত্রা সেনের যৌথ পরিচালনায় শুরুতে কোরআন তেলওয়াত করেন তোফায়েল আহমেদ চৌধুরী আর গীতা পাঠ করেন কবি সুধাংশু কুমার মন্ডল।এরপর স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক কাজী রবিউজ্জামান,নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন আমেরিকান বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইউ এস এ ইনক সভাপতি হাজী আব্দুস শহীদ,কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মন্জুর আহমেদ,হেলথ এডভাইজার ডাঃ মোক্তার আহমেদ,ব্রঙ্কস বাংলাদেশী এসোসিয়েশন বিবিএ সভাপতি কামাল উদ্দীন,বীরমুক্তিযোদ্ধা লিয়াকত আলী,প্রধান উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা আব্দুল হালিম মুন্সি,হৃদয়ে বাংলাদেশ সভাপতি সাইদুর রহমান লিংকন,সারাহ হোম কেয়ার প্রেসিডেন্ট ইনি্জনিয়ার আব্দুল খালেক,আকতারুজ্জামান হ্যাপী।
অনুষ্ঠানে আগত অতিথিদের মাঝে সংগঠনের লগো সম্বিলিত পিন,উত্তোরিয়,ক্যাপ বিতরন ও ফুল দিয়ে স্বাগত জানানো হয়।
দর্শকদের মনোরঞ্জনের জন্য দেশাত্ববোধক গান পরিবেশন করেন বীরমুক্তিযোদ্ধা এম এ নাসির,অধ্যাপক ছানা উল্লাহ ও হীরা লাল দাস।কবিতা পাঠ করেন কবি আবু তাহের চৌধুরী,ফিরোজ রেজা শরীফ,কবি সুধাংশু কুমার মন্ডল।নতুন বর্ষে সকলের মঙ্গল কামনায় মুনাজাত করেন বীরমুক্তিযোদ্ধা হাজী মোঃ আব্দুস ছালাম।
সভায় বক্তারা বলেন একটি বছর চলে গেল সকলে একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে যাতে চলতে পারি আজকে আমাদের সেই প্রত্যাশা।
সবশেষে উপস্থিত সবাইকে মধ্যাহ্ন ভোজে আপ্যায়ন করা হয়।
বিষয়: #নববর্ষ #পালন #ফোরাম #ব্রঙ্কস #সিটিজেন