সোমবার ● ১ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » ভিডিও সংবাদ » জয়পুরহাট রওজাতুল কুরআন মাদ্রাসায় বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ
জয়পুরহাট রওজাতুল কুরআন মাদ্রাসায় বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ
মোফাজ্জল হোসেন, জয়পুরহাট: সারাদেশের ন্যায় জয়পুরহাটের সুনামধন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জয়পুরহাট রওজাতুল কুরআন মাদ্রাসায় (সাবেক জয়পুরহাট ক্যাডেট মাদ্রাসা) বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে।
মাদ্রাসার ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক মাশরেকুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোফাজ্জল হোসেন, জয়পুরহাট পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর পাপিয়া বারিক, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মামুনুর রশিদ, মাদ্রাসার উপাধ্যক্ষ মাও: নুর মাহমুদ, সিনিয়র শিক্ষক জয়নুল আবেদীন, সায়েদ রাসেল প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিন বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এদিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য মতে জয়পুরহাটে ৩ লাখ ৮৭ হাজার নতুন বই বিনামূল্যে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হবে। জেলার ৬০২টি প্রাথমিক বিদ্যালয়ের ৮০ হাজার ৮৫৮ জন শিক্ষার্থীর হাতে বিনামূল্যে তুলে দেওয়া হবে ৩ লাখ ৮৬ হাজার ৭৯৩টি নতুন বই।
বিষয়: #জয়পুরহাট #মোফাজ্জল #হোসেন