শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩১

Somoy Channel
সোমবার ● ১ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » শান্তিগঞ্জে ছাগলে মরিচের গাছ খাওয়ার জেরে প্রাণ গেল যুবকের
প্রথম পাতা » প্রধান সংবাদ » শান্তিগঞ্জে ছাগলে মরিচের গাছ খাওয়ার জেরে প্রাণ গেল যুবকের
৭৭ বার পঠিত
সোমবার ● ১ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শান্তিগঞ্জে ছাগলে মরিচের গাছ খাওয়ার জেরে প্রাণ গেল যুবকের

শান্তিগঞ্জে ছাগলে মরিচের গাছ খাওয়ার জেরে প্রাণ গেল যুবকেরসুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ছাগলে মরিচ গাছ খাওয়াকে কেন্দ্র করে প্রাণ গেল নাঈম মিয়া (১৭) নামে এক যুবকের। গতকাল রোববার সন্ধ্যায় পূর্ব পাগলা ইউনিয়নের রসনী গ্রামে এই ঘটনাটি ঘটে। সে রনসী গ্রামের বশির আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬ টায় নিহত যুবক নাঈম মিয়ার চাচাতো ভাই আছকন্দর আলীর ছেলে জাবেল আহমদের ছাগল প্রতিবেশী অজুদ মিয়ার মরিচ ক্ষেতে ঢুকে পড়ে এবং মরিচের গাছ খাওয়া শুরু করে। এসময় প্রতিবেশী অজুদ মিয়ার ছেলে ফুল মিয়া ছাগলের মালিককে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। তখন নিহত যুবক ক্ষতিপূরণ দিবে বলে আশ্বস্থ করলেও প্রতিপক্ষ নিহত যুবক ও তার পরিবারের লোকদের মারপিট করার জন্য ডাকাডাকি শুরু করে। একসময় দু’পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

নিহত যুবক নাইম মিয়ার ভাই ছালেক মিয়া বলেন, আমার চাচাতো ভাইয়ের ছাগলে মরিচের গাছ খাওয়া ও ক্ষেত নষ্ট করায় প্রতিপক্ষ অজুদ মিয়া, ফুল মিয়া, জাফরুল মিয়া, এমরানুল কয়েছ, রাফিকুল মিয়া ও সুফিকুল মিয়া আমাদেরকে মারপিট করার জন্য ডাকাডাকি শুরু করে। তখন আমরা প্রতিবাদ জানালে প্রতিপক্ষ অজুদ মিয়া, ফুল মিয়া, জাফরুল মিয়া, এমরানুল কয়েছ, রাফিকুল মিয়া ও সুফিকুল মিয়াগণ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের লোকজনদেরকে মারপিট শুরু করে। একপর্যায়ে প্রতিপক্ষের সুলফির আঘাতে আমার ভাই নাইম মিয়া আঘাতপ্রাপ্ত হয়। পরে তাকে কৈতক হাসপাতালে নিয়া গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে প্রতিপক্ষের ৬ জনকে আটক করেছে। নিহত যুবকের পরিবারের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



বিষয়: #  #  #


আর্কাইভ