শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩১

Somoy Channel
রবিবার ● ৩১ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » বাংলাদেশ » কেন্দ্রে লাইভ প্রচার করা যাবে, কক্ষে নয় : ইসি আলমগীর
প্রথম পাতা » বাংলাদেশ » কেন্দ্রে লাইভ প্রচার করা যাবে, কক্ষে নয় : ইসি আলমগীর
৬৭ বার পঠিত
রবিবার ● ৩১ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কেন্দ্রে লাইভ প্রচার করা যাবে, কক্ষে নয় : ইসি আলমগীর

কেন্দ্রে লাইভ প্রচার করা যাবে, কক্ষে নয় : ইসি আলমগীরএবার শুধু বৈধ সাংবাদিকরাই পর্যবেক্ষণের কার্ড পাবেন। দোকান থেকে একটা ক্যামেরা নিয়ে গিয়ে আমি সাংবাদিক হলাম এমন কাউকে কার্ড দেওয়া হবে না। কেন্দ্রে গিয়ে ছবি নেওয়া, বক্তব্য নেওয়া, লাইভ প্রচার করা যাবে। তবে কক্ষে লাইভ প্রচার করা যাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর হোসেন।

৩১ ডিসেম্বর, রবিবার দুপুরে মুন্সিগঞ্জে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, নির্বাচনকে সুষ্ঠু করতে সব আয়োজনে করা হয়েছে। অতীতের সব রেকর্ড ভেঙে বেশি সংখ্যক আইনশৃঙ্খলার বাহিনীর সদস্য এবার মাঠে নামানো হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের নির্বাচনে উত্তেজনা থাকে, সে উত্তেজনা থেকে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এয়ারপোর্ট ও সীমান্তে বলা আছে। অঘটন ঘটিয়ে কেউ দেশে বাইরে পালাতে পারবেন না, শান্তিতেও থাকতে পারবেন না। পুরো রাজনৈতিক দল যদি বলে তারা নির্বাচনে যাবে তা ঠিক আছে, তবে ভয় দেখানো, বল প্রয়োগ করা যাবে না।

মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আবু জাফর রিপনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মো. আসলাম খান, ঢাকা অঞ্চলের নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম প্রমুখ।



বিষয়: #


আর্কাইভ