শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩১

Somoy Channel
শনিবার ● ৩০ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » খেলা » ক্রিকইনফোর বর্ষসেরা মহিলা ক্রিকেটারের তালিকায় বাংলাদেশের নাহিদা
প্রথম পাতা » খেলা » ক্রিকইনফোর বর্ষসেরা মহিলা ক্রিকেটারের তালিকায় বাংলাদেশের নাহিদা
৫৭ বার পঠিত
শনিবার ● ৩০ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ক্রিকইনফোর বর্ষসেরা মহিলা ক্রিকেটারের তালিকায় বাংলাদেশের নাহিদা

ক্রিকইনফোর বর্ষসেরা মহিলা ক্রিকেটারের তালিকায় বাংলাদেশের নাহিদাক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো তাদের বিবেচনায় ২০২৩ সালের ছেলে ও মেয়েদের বিভিন্ন ফরম্যাটের বর্ষসেরা দল ঘোষণা করেছে। ছেলেদের তিন ফরম্যাটের কোন দলেই জায়গা পাননি বাংলাদেশের কোন ক্রিকেটোর। তবে মেয়েদের ওয়ানডে দলে আছেন বাংলাদেশের নাহিদা আক্তার। বছর জুড়েই ভাল খেলা এই স্পিনার গত নভেম্বরে আইসিসির মাসসেরা ক্রিকেটারও হয়েছিলেন।

চলতি বছর ওয়ানডেতে ১১ ইনিংসে নিয়েছেন ২০ উইকেট। গড় ১৬.৩। বল করেছেন ৪.০৮ ইকোনমিতে। বছর জুড়ে যে চারটা দলের বিপক্ষে মাঠে নেমেছে সবার বিপক্ষেই আছে ইনিংসে তিন উইকেট শিকার। সব মিলিয়ে বছর জুড়ে পাঁচ বার।

ভারতের বিপক্ষে জুলাইতে বাংলাদেশ ওয়ানডে জেতার পাশাপাশি সিরিজও ড্র করে। সেখানেও তিন ইনিংসে নিয়েছিলেন ছয় উইকেট। বল করেছিলেন ৩.৩৩ ইকোনমিতে। আর উইকেট নিয়েছিলেন ১৫ গড়ে। সেরা ৩৭ রানে তিন উইকেট।

প্রথম বারের মতো সাউথ আফ্রিকার মাটিতে তাদের ওয়ানডেতে হারানোর ম্যাচেও নিয়েছেন ৩৩ রানে তিন উইকেট। ভূমিকা রেখেছেন ১১৯ রানের বিশাল ব্যবধানে।

পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়ে হয়েছিলেন সিরিজ সেরা। তিন ইনিংসে নিয়েছিলেন সাত উইকেট। বল করেছিলেন ৩.৪৩ ইকোনমিতে। আর উইকেট নিয়েছিলেন ১৪.১৪ গড়ে। সেরা ২৬ রানে তিন উইকেট। আরেকটা ম্যাচে নিয়েছিলেন ৩০ রানে তিন উইকেট।

কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে দুইটা ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেখানেও আছে নাহিদার ইনিংসে তিন উইকেট। দুই ইনিংসে চারটা। সেরা ২৪ রানে তিন উইকেট। যেটা ২০২৩ সালে তার সেরা বোলিং ফিগার।

ওয়ানডে বোলিং র‍্যাংকিংয়ে আছেন তেরোতে। সবমিলিয়ে স্বপ্নের মতো এক বছর পার করছেন বাঁ-হাতি এই আন-অর্থোডক্স। এবার এলেন ইএসপিএনের সেরা এগারোতে।

মেয়েদের বর্ষসেরা ওয়ানডে দল
চামারি আতাপাত্তু, বেথ মুনি, সোফি ডেভিন, অ্যামেলিয়া কের, ন্যাট শিভার-ব্রান্ট, মারিয়েন ক্যাপ, অ্যাশলি গার্ডনার, এনাবেল সাদারল্যান্ড, নাডিন ডি ক্লার্ক, নাহিদা আক্তার ও লেয়া তাহুহু।



বিষয়: #  #  #  #


আর্কাইভ