শনিবার ● ৩০ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সেনবাগে কাঁচি ও নৌকা মার্কার দুই সমর্থককে ৫ হাজার টাকা জরিমানা
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সেনবাগে কাঁচি ও নৌকা মার্কার দুই সমর্থককে ৫ হাজার টাকা জরিমানা
মোঃ ফখর উদ্দিন,নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচারনা করে কাঁচি ও নৌকা মার্কার দুই সমর্থককে ৫ হাজার টাকা জরিমানা করেছে সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম।শুক্রবার বিকেলে উপজেলার ৮ নং বিজবাগ ইউপির বালিয়কান্দি এলাকায় নির্বাচন আচরণবিধি ২০১৩ এর ১০ ধারা লঙ্ঘনে ১৮ ধারায় অভিযুক্ত হওয়ায় স্বতন্ত্র কাঁচি মার্কার প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিকের সমর্থক অজি উল্যা (৬০)কে তিন হাজার টাকা এবং নৌকা মার্কার প্রার্থী মোরশেদ আলমের সমর্থক গোলাম রহমান হারুন (৪৩)কে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, এই অভিযান প্রতিদিন চলমান থাকবে এবং অভিযোগের প্রেক্ষিতে আমরা আইনানুগ ব্যবস্থা নিব।
বিষয়: #নির্বাচন ২০২৪