শুক্রবার ● ২৯ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » রাজশাহী » জয়পুরহাটে কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির জনসচেতনতা মূলক সভা
জয়পুরহাটে কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির জনসচেতনতা মূলক সভা
মোফাজ্জল হোসেন, জয়পুরহাট: বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি জয়পুরহাট জেলা শাখার আয়োজনে শুক্রবার দুপুরে পাচুরচক রোডস্থ বিসিডিএস ভবনে নকল, ভেজাল, নিম্নমান ঔষধ ও ঔষধ সামগ্রী বিক্রয় বর্জন এবং মান সম্পন্ন ঔষধ ও ঔষধ সামগ্রী সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় বিষয়ে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বিসিডিএস এর জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক কাজল আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য দেন বিসিডিএস কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সহ-সভাপতি ও বিসিডিএস এর নওগাঁ জেলা শাখার সভাপতি আতাউর রহমান।
বিশেষ অতিথি বক্তব্য দেন জয়পুরহাটের ড্রাগ সুপার মোকছেদুল আমীন, বিসিডিএস এর কেন্দ্রী কমিটির পরিচালক কাজী সাদেকুর রহমান।
বিসিডিএস এর জয়পুরহাট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক নূর-ই-আলম হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের বক্তব্য দেন বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী ও সাবেক সভাপতি আবু হেনা মোস্তফা কামাল বাবু, সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান, বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী আল মাহবুব চৌধুরী, সহকারী অধ্যাপক রবিউল ইসলাম, আব্দুল্লাহ আউয়াল, রেজাউল করিম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বিসিডিএস এর নওগাঁ জেলা শাখার কমিটির সদস্য আসাদুজ্জামান, বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী ও জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন, মতিউর রহমান মিঠু, আব্দুল মান্নান, শহিদুল ইসলাম স্বপন সহ জেলার অন্যান্য বিশিষ্ট ঔষধ ব্যবসায়ীগন।
সভায় বক্তারা- নকল, ভেজাল, নিম্নমান ঔষধ ও ঔষধ সামগ্রী বিক্রয় বর্জন এবং মান সম্পন্ন ঔষধ ও ঔষধ সামগ্রী সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় বিষয়ে গুরুত্বারোপ করেন।
এছাড়াও ঔষধ ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন এবং সততার সাথে নিজ নিজ ব্যবসা পরিচালনা করার আহ্বান জনান।
বিষয়: #কেমিস্টস্ #জয়পুরহাট #ড্রাগিস্টস্