শুক্রবার ● ২৯ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুনামগঞ্জ ১ আসনে মাহমুদপুর,বারংকা গ্রামে কেটলি মার্কার সভা
সুনামগঞ্জ ১ আসনে মাহমুদপুর,বারংকা গ্রামে কেটলি মার্কার সভা
সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জ ১ আসনের তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নে কেটলি প্রতীকের প্রচারনায় ব্যস্থ সময় পার করেছেন স্বতন্ত্র প্রার্থী তিনবারের এমপি,বর্তমান সংসদ সদস্য ও দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের পক্ষের নেতা কর্মীরা।
বৃহস্পতিবার দিনভর বালিজুরী ইউনিয়নের বিভিন্ন গ্রামে সুনামগঞ্জ জেলা আওয়ামিলীগের সদস্য ও বালিজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসাইনের নেতৃত্বে প্রচারণার পর রাতে মাহমুদপুর,বারংকা গ্রামসহ কয়েকটি গ্রামের কেটলি মার্কার সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা আওয়ামিলীগের সদস্য ও বালিজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসাইন,বালিজুরী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা বাবুল মিয়া,বালিজুরী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও আওয়ামীলীগ নেতা মিলন তালুকদার, বালিজুরী ইউনিয়ন যুবলীগ সভাপতি জিয়া উদ্দিনসহ বালিজুরী ইউনিয়ন আওয়ামিলীগ,অঙ্গ সংঘটনের নেতাকর্মী ও ভোটারগন। এসময় ইউনিয়নের ভোটাগন, সচেতন মহল উপস্থিত ছিলেন।
এসময় চেয়ারম্যান আজাদ হোসাইন বলেন,ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন দীর্ঘ ১৫বছর এমপি থাকা কালিন এলাকার মানুষ উপকারে এসেছেন এলাকায় সাধ্যমত উন্নয়ন করেছেন। কিন্তু ক্ষতি করেছেন কারো কেউ ই বলতে পারবেন না। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে তিনবারের এমপি,বর্তমান সংসদ সদস্য ও দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেন রতন ভাইকে কেটলি মার্কার ভোট দিয়ে আবারও নির্বাচিত করতে হবে। তার জন্য সবাইকে ঐক্য বদ্ধ ভাবে কাজ করতে হবে। প্রত্যকেই একেক জন রতন হয়ে মাঠে প্রচারণার পাশাপাশি আগামী ৭ই জানুয়ারি ভোট কেন্দ্র গিয়ে ভোট দিতে হবে পাশাপাশি ভোট কেন্দ্র গুলো পাহাড়া দিতে হবে ভোট গননা শেষ না হওয়া পর্যন্ত। বিজয় আমাদের হবেই।
বিষয়: #নির্বাচন ২০২৪