মঙ্গলবার ● ২৬ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » রাজনীতি » ‘অসহযোগ’ আন্দোলনের সমর্থনে ১২ দলীয় জোটের গণসংযোগ
‘অসহযোগ’ আন্দোলনের সমর্থনে ১২ দলীয় জোটের গণসংযোগ
রাজধানীতে সরকার পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবীতে ‘অসহযোগ’ আন্দোলনের সমর্থনে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করেছে ১২ দলীয় জোট।
২৬ ডিসেম্বর, মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাব, পল্টন ও বিজয়নগর এলাকায় গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করেন ১২ দলের নেতৃবৃন্দ।
এসময় ১২ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ বলেন, যদি রক্ত দিয়ে দেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হয় তাহলে, বাংলাদেশের মাটি থেকে আওয়ামী লীগের নাম-নিশানা চিরতরে মুছে দেওয়া হবে।
১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও জাতীয় গণতান্ত্রিক পার্টি -জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান বলেন, শেখ হাসিনা সরকার অবৈধ নির্বাচনকে স্থগিত করার ভিন্ন কৌশল খুঁজতে গিয়ে নির্বাচনের ভিন্ন প্রভাব খালেদা জিয়ার ওপর দিয়ে ঢাকতে চায় কিনা এটা আমাদের মাথায় রাখতে হবে।
নেতৃবৃন্দ অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি করে বলেন, বেগম খালেদা জিয়ার কিছু হলে শেখ হাসিনার পরিণতি কেমন হবে তা সময় বলে দিবে।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম বলেন, এই সরকার জনগণের সাথে গত পনের বছর ধরে প্রতারণা করে আসছে। ঘরে ঘরে চাকরি দিতে পারে নাই। ১০ টাকা কেজি চাল খাওয়াতে পারে নাই। তারা লুটপাট করে দেশের টাকা বিদেশে পাচার করে দিয়েছে। সুতরাং আওয়ামী লীগকে প্রতিহত করুন।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশের মহাসচিব মাওলানা ড.গোলাম মহিউদ্দিন ইকরাম, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহ-সভাপতি ও ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক রাশেদ প্রধান, জাতীয় পার্টির( কাজী জাফর) হান্নান আহমেদ বাবলু, বাংলাদেশ এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব এম এ বাশার, বাংলাদেশ জাতীয় দলের ভাইস চেয়ারম্যান শামসুল আহাদ,ইসলামি ঐক্যজোটের মহাসচিব অধ্যক্ষ মাওলানা আব্দুল করিম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুদ্দীন পারভেজ প্রমুখ।
বিষয়: #নির্বাচন ২০২৪