শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১

Somoy Channel
মঙ্গলবার ● ২৬ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » দক্ষিণ সুরমায় ত্রিমুখী সংঘর্ষে সন্তানসহ চিকিৎসক নিহত
প্রথম পাতা » প্রধান সংবাদ » দক্ষিণ সুরমায় ত্রিমুখী সংঘর্ষে সন্তানসহ চিকিৎসক নিহত
৫৫ বার পঠিত
মঙ্গলবার ● ২৬ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দক্ষিণ সুরমায় ত্রিমুখী সংঘর্ষে সন্তানসহ চিকিৎসক নিহত

দক্ষিণ সুরমায় ত্রিমুখী সংঘর্ষে সন্তানসহ চিকিৎসক নিহতসিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক-সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের ত্রিমুখী মুখোমুখি সংঘর্ষে সন্তানসহ নর্থইস্ট মেডিকেল কলেজের চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে শাহজালাল ব্রিজের দক্ষিণ পাশে হুমায়ুন রশিদ চত্বরের পার্শ্ববর্তী এলাকায় এ ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলে নর্থইস্ট মেডিকেল কলেজের অনকোলজি বিভাগের চিকিৎসক ডা. তৌহিদুর রশিদ চৌধুরী ও তাঁর ছেলে তালহা বিন তৌহিদ চৌধুরী। এ ঘটনায় ডা. তৌহিদের স্ত্রীও গুরুতর আহত হয়েছেন। তবে তাঁর নাম তাৎক্ষনিকভাবে জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান।

তিনি জানান, তাদের বহনকারী অটোরিকশাটি শহরের দিকে আসছিল এবং ঘাতক ট্রাকটি আসছিল বিপরীত দিক থেকে। অটোরিকশাটি হুমায়ূন রশীদ চত্ত্বর পার হয়ে শাহজালাল ব্রিজের দক্ষিণ পাশে আসলে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশা ও একটি কাভার্ড ভ্যানের ত্রিমুখী সংঘর্ষ বাধে। এতে দুর্ঘটনার শিকার হন তারা।

দ্রুত তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। তবে, হাসপাতালে পৌছার আগেই তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এ ঘটনায় ঘাতক ট্রাক ও কাভার্ড ভ্যান আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।



বিষয়: #  #  #  #  #  #  #


আর্কাইভ