শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩১

Somoy Channel
বৃহস্পতিবার ● ২১ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিএনপি-জামাতের রাজনীতি দেশের মানুষ প্রত্যাখান করেছে : সাদ্দাম
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিএনপি-জামাতের রাজনীতি দেশের মানুষ প্রত্যাখান করেছে : সাদ্দাম
৫৯ বার পঠিত
বৃহস্পতিবার ● ২১ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিএনপি-জামাতের রাজনীতি দেশের মানুষ প্রত্যাখান করেছে : সাদ্দাম

বিএনপি-জামাতের রাজনীতি দেশের মানুষ প্রত্যাখান করেছে : সাদ্দামবিএনপি-জামায়াতের রাজনীতি দেশের মানুষ প্রত্যাখান করেছে বলে মন্তব্য করেছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ-৪ আসনের নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, বাংলাদেশের মানুষের মুখের ভাষা যেমন পাকিস্তানিরা কেড়ে নিতে পারেনি, আমাদের ভোটের অধিকারও পাকিস্তানি শ্বাসক সমর্থক বিএনপি-জামাতরা কেড়ে নিতে পারবেনা।

তিনি আরোও বলেন, বিএনপি জামাতের রাজনৈতিক ভাষা হচ্ছে সহিংসতা। বাংলাদেশের মানুষ ইতিমধ্যে তাদের ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। দেশে ভোটের একটা গণজোয়ার তৈরি হয়েছে। এটি নৌকার পক্ষে যেমন গণজোয়ার তৈরি হয়েছে তেমনি গণতন্ত্রের পক্ষে।

এদিন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের নেতৃত্বে সুনামগঞ্জ-৪ আসনের নৌকার প্রার্থী ড. মোহাম্মদ সাদিকের পক্ষে গণসংযোগ করেন কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ। দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের জেলা স্টেডিয়ামের সামনে থেকে নৌকা প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ তারা। এ সময় শহরের ট্রাফিক পয়েন্ট, ডিএসরোড, কালী বাড়ি পয়েন্ট প্রচারণার মাধ্যমে ভোটারদের ৭ তারিখ নৌকা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানান।

এসময় কেন্দ্রীয় ছাত্র লীগের সহ-সভাপতি রাকিব হাসান, ইবলুল হামাস, আল আমিন রহমান, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান পলাশ, সাধারণ সম্পাদক শাফায়াত জামিলসহ ছাত্র লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।



বিষয়: #


আর্কাইভ