বৃহস্পতিবার ● ২১ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » যুক্তরাষ্ট্র মজুরী তিনগুণ বাড়িয়ে তারপর অন্যদের নিয়ে কথা বলুক : পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্র মজুরী তিনগুণ বাড়িয়ে তারপর অন্যদের নিয়ে কথা বলুক : পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যানরা তাদের দেশের শ্রমিকদের মজুরি তিনগুন করে তারপর অন্যদেশের শ্রমিকদের মজুরি নিয়ে কথা বলা উচিত বলে মন্তব্য করেছেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তিনি বলেন, ‘আমাদের শ্রমিকের বেতন ৮হাজার ছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের মজুরি ছাপ্পান্ন পার্সেন্ট বাড়িয়েছেন, আর যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যানরা চায় তিনগুণ। আমেরিকার নাগরিকরা খুব কষ্টে আছে, প্রত্যেকে দুইটা চাকরি করে। এই অবস্থায় আমি কংগ্রেসম্যানদের বলবো, তাদের দেশে বেতন ১৫ ডলার থেকে বাড়িয়ে ৪৫ ডলার করে আদর্শ সৃষ্টি করুক তখন আমরা দেখবো।’
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে হজরত শাহজালাল (র.) এর মাজার এলাকায় নিজের নির্বাচনি প্রচারণার উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সিলেট-১ আসনে সংসদ সদস্য প্রার্থী ড. মোমেন বলেন, আওয়ামী লীগ সংঘাতবিহীন নির্বাচন চায়, আদর্শ দেখাতে চায়। রাজনীতি মানুষের কল্যাণের জন্য। জ্বালাও-পোড়াও-হত্যা কোন সুষ্ঠ রাজনীতি নয়। বিএনপির নেতৃত্বে পরিপক্কতার অভাব রয়েছে বলেই তারা ধ্বংসাত্মক হিংসার রাজনীতি শুরু করেছে।
তিনি বলেন, নৌকা বাংলার জনগণের আস্থা ও উন্নয়নের প্রতীক। তাই আগামী ৭ জানুয়ারি নির্বাচনে দলে দলে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়ী করবে। বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে সমুন্নত রেখে উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে নৌকার কোন বিকল্প নেই।
বিএনপির নেতারা শুধু টিভি চ্যানেলের টক শোতে সীমবদ্ধ বলে উল্লেখ করে তিনি বলেন, জনগণের কাছে তাদের কোন মূল্য নেই। কারণ তারা জনগণের জন্য রাজনীতি করে না, ক্ষমতার জন্য রাজনীতি করে।
আব্দুল মোমেন একটি অবাধ সুষ্ঠু উৎসবমুখর নির্বাচনের জন্য ৭ জানুয়ারির নির্বাচনে সবাইকে ভোটকেন্দ্রে এসে নিজের পছন্দের প্রার্থীকে ভোট প্রদানের আহবান জানান।
এসময়, দরগাহ এলাকায় গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বিষয়: #নির্বাচন ২০২৪