শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

Somoy Channel
সোমবার ● ১৩ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » বাংলাদেশ » আওয়ামী লীগে কোনো দলছুট নেতার ঠাঁই নেই: সেনবাগে শান্তি সমাবেশে এমপি মোরশেদ
প্রথম পাতা » বাংলাদেশ » আওয়ামী লীগে কোনো দলছুট নেতার ঠাঁই নেই: সেনবাগে শান্তি সমাবেশে এমপি মোরশেদ
১৩১ বার পঠিত
সোমবার ● ১৩ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আওয়ামী লীগে কোনো দলছুট নেতার ঠাঁই নেই: সেনবাগে শান্তি সমাবেশে এমপি মোরশেদ

আওয়ামী লীগে কোনো দলছুট নেতার ঠাঁই নেই: সেনবাগে শান্তি সমাবেশে এমপি মোরশেদমোঃ ফখর উদ্দিন,নোয়াখালী প্রতিনিধি: আওয়ামী লীগে কোনো দলছুট নেতার ঠাঁই নেই বলে মন্তব্য করেছেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলম।ঐক্যবদ্ধ আওয়ামী লীগ অনেক শক্তিশালী উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ।আওয়ামী লীগে দলছুট নেতার ঠাঁই নেই।অনেকে বিএনপি থেকে এসে নব্য আওয়ামী লীগ সাজছে।তাদের হাতে আওয়ামী লীগ নিরাপদ নয়।সোমবার (১৩ নভেম্বর) দুপুরে নোয়াখালীর সেনবাগ উপজেলার ছমির মুন্সীরহাট বাজারে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে দলীয় সভানেত্রী যাকে মনোনয়ন দেবেন তার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন বলে জানিয়েছেন মোরশেদ আলম।তিনি বলেন, ‘শেখ হাসিনার নৌকা যে-ই পাবে,আমরা তার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি এবং থাকব।’
বিএনপি সরকারের আমলে তাদের নির্যাতনে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে দেশ ছাড়তে হয়েছিল বলে মন্তব্য করে মোরশেদ আলম বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা ভালো আছে।বিএনপির আমলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাড়িতে থাকতে পারত না।বাজারে উঠতে পারত না।কোনো কাজ করতে পারত না। অথচ আমরা চাই সবাই শান্তিতে থাকুক।’
তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন হয়েছে।
মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে।গৃহহীনরা মাথা গোঁজার ঠাঁই পেয়েছে।সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হয়েছে বাংলাদেশ। আগামী নির্বাচনে শেখ হাসিনার নৌকাকে জয়যুক্ত করতে হবে।’
মোরশেদ আলম বলেন, ‘মানুষ হরতাল-অবরোধ চায় না।আগুন সন্ত্রাস চায় না।মানুষ শান্তি চায়।বিএনপি ক্ষমতায় এলে জ্বালাও-পোড়াও হবে।মানুষ হত্যা করবে।’
এ সময় সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. গোলাম কবির,সেনবাগ পৌর মেয়র আবু নাছের ভিপি দুলালসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



বিষয়: #  #  #  #  #


আর্কাইভ