শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

Somoy Channel
মঙ্গলবার ● ১৯ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন, নিহত ৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন, নিহত ৪
৫৩ বার পঠিত
মঙ্গলবার ● ১৯ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন, নিহত ৪

তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন, নিহত ৪রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে তিনটি কোচ পুড়ে গেছে।

এ ঘটনায় একটি বগি থেকেই মা, শিশুসন্তানসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর পাঁচটার পর এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন—নাদিরা আক্তার পপি (৩২) ও তাঁর ৩ বছরের ছেলে ইয়াছিন।

বাকি দুজন পুরুষ। তাঁদের পরিচয় জানা যায়নি। চারজনের মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে।

যাত্রীদের বরাত দিয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন জানান, ট্রেনটি নেত্রকোনা থেকে ঢাকায় আসছিল। বিমানবন্দর স্টেশন পার হয়ে ট্রেনটি খিলক্ষেতে এলে যাত্রীরা বগিগুলোয় আগুন দেখতে পান। তাঁরা চিৎকার করতে শুরু করেন। এরপর চালক ট্রেনটি তেজগাঁও স্টেশনে থামান।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান সিকদার জানান, সকাল পৌনে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধারকাজ চালিয়েছে।

পুলিশ বলেছে, আগুন নেভানো ও মরদেহগুলো উদ্ধারের পর ট্রেনটি কমলাপুর রেলস্টেশনে পাঠিয়ে দেওয়া হয়েছে৷



বিষয়: #


আর্কাইভ