সোমবার ● ১৮ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » বাংলাদেশ » সিলেট-৩ আসনে ডা. দুলালের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু
সিলেট-৩ আসনে ডা. দুলালের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব- আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির সদস্য ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল প্রতীক পেয়েই আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
সোমবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের কার্যালয়ে ডা. দুলালের চাহিদার ভিত্তিতে তাঁকে ট্রাক গাড়ি প্রতীক বরাদ্ধ করা হয়।
প্রতীক পাওয়ার পর ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী দুলাল তাঁর নিজ উপজেলা বালাগঞ্জের দেওয়ানবাজার ইউনিয়নের মোরারবাজারে গিয়ে ব্যবসায়ী ও স্থানীয় জনসাধারণের কাছে গণসংযোগ করে দোয়া চান এবং ট্রাক প্রতীকে ভোট প্রার্থনা করেন। পরে ডা. দুলাল ফেঞ্চুগঞ্জ বাজারে গণসংযোগ করেন ও স্থানীয় ছত্রিশ-পিটাইটিকর এলাকায় স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় ডা. দুলাল বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে আমি স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী। এ নির্বাচনে প্রার্থীতা করার জন্য আমি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলাম। দল আমাকে মনোনয়ন না দিলে দলীয় প্রধানের একটি নির্দেশনাকে কেন্দ্র করে ও আমার নির্বাচনী এলাকার সর্বস্তরের জনসাধারণের চাপে আমি স্বতন্ত্র প্রার্থী হই৷
এসময় উপস্থিত ছিলেন ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী দুলালের ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুল বারী, সদস্যসচিব সালেহ আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী দেবাশিষ বাসু, আকিব চৌধুরী, সদস্য নজমুল ইসলাম, শেখর দাস, ঘিলাছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি রফি মিয়া, আওয়ামী লীগ নেতা আছকির আলী, আব্দুল আহমদ, রাসেল আহমদ চৌধুরী, সাবেক ইউপি সদস্য জামাল উদ্দিন, সাবেক ছাত্রনেতা রনি হাসান, ফেঞ্চুগঞ্জ উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুনেদ আহমদ মাল্লুম, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তাহসান আহমদ সুনাম, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য সেহান উদ্দিন সেজু, জুবায়ের আহমদ, সারওয়ার সিদ্দিক ও রিবুল আহমদ প্রমুখ।
বিষয়: #নির্বাচন ২০২৪