শনিবার ● ১৬ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
মোঃ ফখর উদ্দিন,নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর সুবর্ণচরে পুকুর থেকে এক অজ্ঞাত নারীর (৬০) লাশ উদ্ধার করা হয়েছে।তবে তাৎক্ষণিক তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।শনিবার (১৬ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের কালু সওদাগর বাড়ির পুকুর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম জানান, স্থানীয়রা সকাল ৭টার দিকে পুকুরে অজ্ঞাতনামা নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।তার পরনে সোয়েটার ও পায়ে মোজা ছিল।পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
ওসি আরও বলেন, স্থানীয়দের ভাষ্যমতে ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিল।নিহতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।
বিষয়: #অজ্ঞাত #উদ্ধার #নারীর #নোয়াখালী #পুকুর #লাশ