সোমবার ● ১১ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » ভিডিও সংবাদ » আপিলে প্রার্থিতা ফিরে পেলেন সিলেটের একজন
আপিলে প্রার্থিতা ফিরে পেলেন সিলেটের একজন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে প্রাথমিকভাবে প্রার্থিতা বাতিল হওয়া আরও ২৮ প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। এর মধ্যে রয়েছেন সিলেট বিভাগের ১ প্রার্থী।
সোমবার (১১ ডিসেম্বর) প্রার্থীদের আপিল শুনানির দ্বিতীয় দিনের প্রথমার্ধে নির্বাচন কমিশন (ইসি) মোট ৫৯টি আপিল নিষ্পত্তি করেছে। এর মধ্যে ২৮ জন প্রার্থী প্রার্থিতা ফিরে পেয়েছেন। আর রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে ২৬ প্রার্থীর আপিল খারিজ করা হয়েছে।
অন্যদিকে ৫টি আপিলের সিদ্ধান্ত আপাতত মুলতবি আছে।
জানা গেছে, আপিলে প্রার্থিতা ফিরে পাওয়া ২৮ জনের একজন হচ্ছেন সুনামগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মোবারক হোসেন।
এর আগে, রোববার (১০ ডিসেম্বর) শুনানির প্রথম দিনে প্রার্থিতা ফিরে পান ৫৬ প্রার্থী। অবশ্য ওইদিন ৯৪ জনের আপিল আবেদনের শুনানি হলেও প্রার্থীতা ফেরত পাওয়ার সংখ্যা বেশি। কারণ ৫৬ জনের বিপরীতে ৩২ জনের প্রার্থিতা নামঞ্জুর হয় রোববার। আর ছয়টি আবেদন সিদ্ধান্তের অপেক্ষায় রাখা হয়।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে নির্বাচন কমিশনাররা এদিন মোট ৯৪টি আপিলের শুনানি করেন। এবারের মনোনয়ন বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে মোট ৫৫৮টি আপিল করেন প্রার্থীরা। আপিলের ওপর শুনানি চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।
উল্লেখ্য, ১২ ডিসেম্বর ২০১-৩০০ নম্বর আপিল, ১৩ ডিসেম্বর ৩০১-৪০০ নম্বর আপিল, ১৪ ডিসেম্বর ৪০১-৫০০ নম্বর আপিল এবং ১৫ ডিসেম্বর ৫০১ থেকে অবশিষ্ট আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।
বিষয়: #নির্বাচন ২০২৪