সোমবার ● ১১ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » নারী ও শিশু » জয়পুরহাটে ব্র্যাকের আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ প্রচারাভিযান
জয়পুরহাটে ব্র্যাকের আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ প্রচারাভিযান
মোফাজ্জল হোসেন, জয়পুরহাট: “ নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ” এই প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ প্রচারাভিযান উদযাপন উপলক্ষে মানববন্ধন, র্যালী, কুইজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনে সুরক্ষা কর্মসূচি আওতায় অধিকার এখানে এখনই প্রকল্পের মাধ্যমে এ মানববন্ধন, র্যালী, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সকাল ১০টায় জয়পুরহাট সরকারী কলেজ এ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ প্রচারাভিযানে অধিকার এখানে এখনই প্রকল্পের ৬টি ইয়ুথ গ্রুপের প্রায় শতাধিক তরুণ –তরুণী অংশগ্রহণ করে । ইয়ুথ সদস্য মোছা: মিম্মা আক্তার এর সভাপতিত্বে এবং ইয়ুথ মো: তুহিন হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন অধিকার এখানে এখনি প্রকল্পের জেলা যুব সংগঠক মোসা: মুর্শিদা খাতুন। এসময় র্উপস্থিত ছিলেন জয়পুরহাট সরকারী কলেজ এর বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মো: জাহাঙ্গীর আলম।
আলোচকবৃন্দ বলেন যে, নারী নির্যাতন প্রতিরোধে আমাদের মানসিকতার পরিবর্তন দরকার। নারীর প্রতি সহিংসতা রোধে দেশের তরুণ-যুবসমাজকে সচেতন ও সক্রিয় ভূমিকা রাখতে হবে। বাল্যবিবাহ বন্ধে সক্রিয় ভূমিকা পালন করতে হবে অভিভাবক, শিক্ষক সমাজ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিদের।
নারী নির্যাতন প্রতিরোধ ও নিমূর্লের কর্মসূচি বাস্তবায়নের জন্য সচেতনতা মূলক কর্মসূচিতে নারী ও কন্যাশিশুদের যুক্ত করতে হবে। নারী নির্যাতন প্রতিরোধ ও নিমূর্ল কর্মসূচিতে পুরুষসমাজকে যুক্ত করে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধিমূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করতে হবে।
নারীর প্রতি সহিংসতা বন্ধে শিশুকাল থেকেই কন্যা শিশু ও নারীর প্রতি বিনিয়োগ বাড়াতে হবে। স্বাভাবিক, সুস্থ ও সমতা ভিত্তিক সমাজ বির্নিমাণে তাই সকলকে কাজ করতে হবে। তাহলেই সহিংসতামুক্ত পরিবার, সমাজ ও দেশ পাওয়া সম্ভব।
আলোচনা সভা শেষে কুইজ এবং কুইজের পুরস্কার বিতরন করা হয়।
বিষয়: #নির্বাচন ২০২৪