শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩১

Somoy Channel
রবিবার ● ১০ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » হবিগঞ্জে পুলিশ- বিএনপি সংঘর্ষে সাংবাদিকসহ অর্ধশতাধিক আহত
প্রথম পাতা » প্রধান সংবাদ » হবিগঞ্জে পুলিশ- বিএনপি সংঘর্ষে সাংবাদিকসহ অর্ধশতাধিক আহত
১১৯ বার পঠিত
রবিবার ● ১০ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হবিগঞ্জে পুলিশ- বিএনপি সংঘর্ষে সাংবাদিকসহ অর্ধশতাধিক আহত

হবিগঞ্জে পুলিশ- বিএনপি সংঘর্ষে সাংবাদিকসহ  অর্ধশতাধিক আহতবুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে হবিগঞ্জে বিএনপি’র মানববন্ধনকে কেন্দ্র করে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের মধ্যে
সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই সাংবাদিকসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। রোববার (১০ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে শহরের শায়েস্তানগর এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে।
এর পূর্বে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে হবিগঞ্জের শায়েস্তানগর এলাকায় বিএনপির মানববন্ধন চলে। মানববন্ধনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, কেন্দ্রীয় বিএনপি নেত্রী শাম্মী আক্তার শিপা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এনামুর হক সেলিমের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনের শেষের দিকে পুলিশের সাথে নেতাকর্মীদের সংঘর্ষ বাধে।
এতে শহরের শায়েস্তানগর ও ট্রাফিক পয়েন্ট এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়। কয়েক ঘণ্টা ধরে দফায় দফায় চলে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টার ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে গুরুতর আহত হন মাইটিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিরঞ্জন ভট্রাচার্য্য শুভ ও দেশ টিভির আমীর হামজা। এছাড়া আহত হয়েছেন আরো অন্তত ৫০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ নিয়ে এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন বলেন, ‘শান্তিপূর্ণভাবেই আমাদের কর্মসূচি চলছিলো। মানববন্ধনের শেষের দিকে কিছু অনুপ্রবেশকারী এসে উস্কানিমূলক কর্মকাণ্ড করে, এতেই সংঘর্ষ বাধে। এ সংঘর্ষে আমাদের প্রায় ৫০ জনের মতো নেতাকর্মী আহত হয়েছেন।

এ ব্যাপারে হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলি বলেন, বিএনপি নেতাকর্মীরা রাস্তায় বিশৃঙ্খলা করেছিল। এক সময় ভাংচুর চালাতে থাকে। এতে পুলিশ বাধা দিতে গেলেই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে করে বেশ কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে আমরা সব ধরণের নিরাপত্তার
ব্যবস্থা নিয়েছি।



বিষয়: #


আর্কাইভ