শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩১

Somoy Channel
রবিবার ● ১০ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » জাতিসংঘ পাঠানো চিঠি যারা ছেপেছে, দেশের শত্রুর মতো আচরণ করেছে: পররাষ্ট্রমন্ত্রী
প্রথম পাতা » প্রধান সংবাদ » জাতিসংঘ পাঠানো চিঠি যারা ছেপেছে, দেশের শত্রুর মতো আচরণ করেছে: পররাষ্ট্রমন্ত্রী
৫৫ বার পঠিত
রবিবার ● ১০ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাতিসংঘ পাঠানো চিঠি যারা ছেপেছে, দেশের শত্রুর মতো আচরণ করেছে: পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘ পাঠানো চিঠি যারা ছেপেছে, দেশের শত্রুর মতো আচরণ করেছে: পররাষ্ট্রমন্ত্রীপররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। তিনি বলেছেন, জাতিসংঘে পাঠানো বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের থ্যাংকস লেটারটি (চিঠি) গণমাধ্যমে ছাপা উচিত হয়নি এবং যারা ছাপছে তারা দেশের শত্রুর মতো আচরণ করেছে। প্রতি বছরই জাতিসংঘ সফর শেষে এ ধরনের চিঠি দেওয়া হয়। এটা একান্তই ব্যক্তিগত। তা কীভাবে গণমাধ্যমে ছাপা হয়, তা বোধগম্য নয়।

শুক্রবার (০৮ ডিসেম্বর) সন্ধ্যায় ব্যক্তিগত সফরে সিলেটে গিয়ে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এমনটা জানান।

জাতিসংঘে পাঠানো চিঠির বিষয়ে মন্ত্রী বলেন, আমরা গিয়েছিলাম সেপ্টেম্বর মাসে জাতিসংঘে। সেই সময় অনেকের সঙ্গেই সাক্ষাৎ হয়। আমাদের একটি রেওয়াজ আছে যাদের সঙ্গে আলাপ আলোচনা হয়, দেখা-সাক্ষাৎ হয়, তাদের একটি ধন্যবাদপত্র দেওয়ার। এবারও সেটাই হয়েছে।

তিনি বলেন, ধন্যবাদ দেওয়ার পাশাপাশি আমাদের যেসব বিষয়ে আলোচনা হয়েছে, সেসব কথাবার্তা চিঠিতে উল্লেখ করা ছিল- যা একান্ত ব্যক্তিগত চিঠি। আর এটা খামাখা একটি পত্রিকা ছেপে দিয়েছে। এটা বড় লজ্জার বিষয়।

দেশের তৈরি পোশাক খাতে নিষেধাজ্ঞা ইস্যুতে এক প্রশ্নের জবাবে আব্দুল মোমেন বলেন, এসব খামাখা, আমার কাছে এমন কোনো তথ্য নেই। কিছু বিপথগামী লোক নির্বাচন বানচাল করতে এসব কথা বলে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছেন।



বিষয়: #


আর্কাইভ