বৃহস্পতিবার ● ৭ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » ঢাকা » গোপালগঞ্জে নানা আয়োজনে হানাদার মুক্ত দিবস পালন
গোপালগঞ্জে নানা আয়োজনে হানাদার মুক্ত দিবস পালন
৭ ডিসেম্বর গোপালগঞ্জ হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিন সকাল থেকেই দলে দলে মুক্তিযোদ্ধাদের সাঁড়াশি আক্রমণে গোপালগঞ্জ হানাদার মুক্ত হয়। মুক্তির স্লোগান দিয়ে পতাকা উড়ায় মুক্তিযোদ্ধারা।
৭ ডিসেম্বর, বৃহস্পতিবার জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার মধ্যে দিয়ে দিনটি পালন করে মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা প্রশাসন।
সকালে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সকল শহিদদের শ্রদ্ধা জানানো হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহসিন উদ্দিনের সভাপতিত্বে সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বদর উদ্দিন বদর এবং গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান বাচ্চু বক্তব্য রাখেন।
বিষয়: #গোপালগঞ্জ #দিবস #মুক্ত #হানাদার