বুধবার ● ৬ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রবাসে বাংলাদেশ » ব্রঙ্কসে বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে ৫২তম বিজয় দিবসের ব্যাপক প্রস্তুতি।
ব্রঙ্কসে বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে ৫২তম বিজয় দিবসের ব্যাপক প্রস্তুতি।
শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক॥
ব্রঙ্কস বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে আগামী ১৬ই ডিসেম্বর ৫২তম মহান বিজয় দিবস উপলক্ষে ব্যাপক কর্মসুচীর আয়োজন করা হয়েছে।কর্মসুচীর মধ্যে রয়েছে বীরমুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান,আলোচনা সভা,শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন।
এ উপলক্ষে একটি অনুষ্ঠান উদযাপন কমিটি গঠন করা হয়েছে নিম্নরূপ আহ্বাবায়ক মঞ্জুর চৌধুরী জগলুল,প্রধান সমম্বয়কারী শামীম মিয়া,সদস্য সচিব সামাদ মিয়া জাকারিয়া ও প্রধান উপদেষ্টা মোঃ আব্দুস শহীদ।
১৬ই ডিসেম্বর শনিবার ব্রঙ্কসের স্ট্রালিং বাংলাবাজারের আল আকসা পার্টী হলে বিকেল থেকে মধ্য রাত পর্যন্ত অনুষ্ঠিত হবে পুরো অনুষ্ঠানটি।অতিথি উপস্থিত থাকবেন ড্রিস্ট্রিক্ট-৩৪ নিউইয়র্ক স্টেট এসেম্বলীওম্যান নাথালিয়া ফান্নান্ডেজ ও ব্রঙ্কস কমিউনিটি বোর্ড-৯ চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার।
উল্লেখ্য বেশ কয়েক বছর ধরে নিয়মিত ভাবে ব্রঙ্কসে বসবাসরত বাংলাদেশীদের অংশগ্রহনে ও সার্বিক সহযোগিতায় সফলতার সহিত ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের অনুষ্ঠান উদযাপিত হয়ে আসছে সুনামের সাথে।
উক্ত অনুষ্ঠানে নিউইয়র্ক প্রবাসী সকল বাংলাদেশীদেরকে স্বপরিবারে যোগদানের আমন্ত্রন জানিয়েছেন ব্রঙ্কস বাংলাদেশী কমিউনিটির সম্মানিত নেতৃবৃন্দ।
বিষয়: #কমিউনিটি #বাংলাদেশী #ব্রঙ্কস