শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩১

Somoy Channel
মঙ্গলবার ● ৫ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » খেলা » কারো গায়ে কেউ হাত দেয়ার অধিকার রাখে না: খালেদ মাসুদ
প্রথম পাতা » খেলা » কারো গায়ে কেউ হাত দেয়ার অধিকার রাখে না: খালেদ মাসুদ
১১১ বার পঠিত
মঙ্গলবার ● ৫ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কারো গায়ে কেউ হাত দেয়ার অধিকার রাখে না: খালেদ মাসুদ

কারো গায়ে কেউ হাত দেয়ার অধিকার রাখে না: খালেদ মাসুদভারত বিশ্বকাপের ভরাডুবির পর বর্তমানে বাংলাদেশ ক্রিকেটে বেশ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। বিশ্বকাপের ভরাডুবির কারণ অনুসন্ধানে বিসিবি একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। ব্যর্থতায় ভরা বিশ্বকাপের পর আলোচনায় আরেকটি ইস্যু। তাদের মধ্যে উল্লেখযোগ্য কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট।

৫ ডিসেম্বর, মঙ্গলবার ফেসবুক লাইভে এসে তিনি নানা বিষয়ে আলোচনা করেন।

টুর্নামেন্ট চলাকালীন ক্রিকেটার নাসুম আহমেদকে ‘শারীরিকভাবে হেনস্তা’ করার অভিযোগ উঠেছে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিরুদ্ধে। নাসুমকে গতকাল ডেকেছে তদন্ত কমিটি। চট্টগ্রাম থেকে ঢাকায় এসে বক্তব্য উপস্থাপন করে আবার বিসিএল খেলতে সেখানে পৌঁছান।

এদিকে, বিষয়টি নিয়ে কথা বলেছেন সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট। ফেসবুক লাইভে পাইলট বলেন, ‘আমি শুনেছি, বিশ্বকাপের সময় নাকি নাসুমের গায়ে হাত তোলা হয়েছে। যদি কোচ নাসুমের গায়ে হাত দিয়েই থাকেন, তাহলে এটা অনেক বড় অন্যায়ের কাজ করেছেন হাথুরুসিংহে। কারণ কারো গায়ে কেউ হাত দেয়ার অধিকার রাখে না, সেটা যে-ই হোক না কেন। আমি আমার ক্যারিয়ারে কখনো দেখিনি, কখনো শুনিও নেই এমন ঘটনার কথা। যদি তিনি (হাথুরুসিংহে) এমনটা করে থাকেন, তাহলে এটা জাতীয় দলের ওপর বড় একটা প্রভাব পরবে।’

এদিকে, বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের জেরে বিসিবির তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা নিয়েও মন্তব্য করেছেন পাইলট। নিজেদের মানুষ দিয়েই এই কমিটি গঠন করায় খেলোয়াড়রা মন খুলে সবকিছু বলতে পারবেন না বলে মনে করেন তিনি।

পাইলট বলেন, ‘যখন নিজেদের মানুষদের মধ্যেই আপনি তদন্ত কমিটি গঠন করবেন, তখন কেউই কিন্তু মন খুলে কথা বলবে না। বিশ্বকাপ ব্যর্থতার আসল রূপটা বের হয়ে আসবে না। কারণ সবাই আসল ঘটনাটা বলতে কিছুটা দ্বিধায় পরবে। ফলে কি আমাদের আসল সমস্যার সমাধান হবে? তাই আমি মনে করি, দেশের ক্রিকেটের উন্নতির জন্য নিরপেক্ষ কোন তদন্ত কমিটি গঠন করা উচিত ছিল।’

গত রোববার (৩ ডিসেম্বর) থেকেই এই তদন্ত কমিটি কাজ শুরু করেছে। প্রথম দিন আসেন নির্বাচক প্যানেলের প্রধান মিনহাজুল আবেদিন নান্নু। এরপর হাবিবুল বাশার সুমনকেও দেখা যায়। এই দুই নির্বাচকের পর সেখানে একে একে হাজির হতে থাকেন ক্রিকেটাররাও।



বিষয়: #  #  #


আর্কাইভ