শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩১

Somoy Channel
বৃহস্পতিবার ● ৯ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » ‘নির্বাচন বানচালের সকল চক্রান্ত যেকোনো মূল্যে প্রতিহত করবে আওয়ামী লীগ’
প্রথম পাতা » প্রধান সংবাদ » ‘নির্বাচন বানচালের সকল চক্রান্ত যেকোনো মূল্যে প্রতিহত করবে আওয়ামী লীগ’
৮৫ বার পঠিত
বৃহস্পতিবার ● ৯ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘নির্বাচন বানচালের সকল চক্রান্ত যেকোনো মূল্যে প্রতিহত করবে আওয়ামী লীগ’

‘নির্বাচন বানচালের সকল চক্রান্ত যেকোনো মূল্যে প্রতিহত করবে আওয়ামী লীগ’দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু করতে চায় আওয়ামী লীগ। আর এজন্য দেশি-বিদেশি সকল চক্রান্ত যেকোনো মূল্যে প্রতিহত করার জন্য নেতা-কর্মীদের প্রস্তুত হওয়ার নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনি প্রস্তুতির পাশাপাশি বিএনপি-জামায়াতের আন্দোলন মোকাবিলায় করণীয় বিষয়েও নেতা-কর্মীদের দিকনির্দেশনা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে তিনি এমন নির্দেশনা দিয়েছেন। বৈঠকে অংশ নেয়া আওয়ামী লীগ দু’জন নেতা বিবার্তাকে এসব তথ্য জানিয়েছেন। তারা জানান, সন্ধ্যা সাড়ে ৫টার পর বৈঠক শুরু হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সূচনা বক্তব্য দেন। এরপর সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে শোক প্রস্তাব পাঠের মধ্য দিয়ে কার্যনিবাহী কমিটির মূল বৈঠক শুরু হয়। রাত সাড়ে ৯টার দিকে বৈঠকটি শেষ হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক সূত্রে জানা গেছে, শোক প্রস্তাব পাঠের পর দিবসভিত্তিক কর্মসূচি চূড়ান্ত করা হয়। এরপর আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটি ও সাবকমিটি গঠন, সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিএনপির চলমান আন্দোলনের সহিংসতার কড়া সমালোচনা করেন। এসময় দলের নেতা-কর্মীদের এসব সহিংসতা প্রতিরোধে সতর্ক পাহারার নির্দেশনা দেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা দলের নেতা-কর্মীরা সতর্ক পাহারায় আছে জানালে শেখ হাসিনা তা আরো জোরদার করার কথা বলেন। দেশের ৮টি বিভাগীয় কমিটির নেতাদের বিভাগ ও জেলা ভিত্তিক গিয়ে দলকে আরো সুসংগঠিত করার নির্দেশনাও দেন তিনি।

বৈঠকে অংশ নেয়া নেতারা জানান, আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের ভেতর ও বাইরের বিভিন্ন মহলের তৎপরতা নিয়েও আলোচনার এক পর্যায়ে শেখ হাসিনা নির্বাচন বানচালের চক্রান্ত যেকোনো মূল্যে প্রতিহত করার কথা বলেন। এসময় সকল চক্রান্তকে পরাজিত করে নৌকা প্রতীকের বিজয়ের মধ্য দিয়ে দেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিয়ে গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন শেখ হাসিনা।

বৈঠকে আওয়ামী লীগ সভাপতি বক্তব্য দেয়ার সময় নেতা-কর্মীদের আরো সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে নিয়ে দলের নেতা-কর্মীদের শিষ্টাচার বহির্ভূত, অশোভন, আক্রমণাত্মক হিসেবে আখ্যা দিয়ে সম্মানীত ব্যক্তিদের নিয়ে শিষ্টাচার বহির্ভূত আচরণ করা থেকে সকল বিরত থাকার নির্দেশনা দিয়েছেন।

এছাড়া বৈঠকে ৫ ডিসেম্বর হোসেন শহীদ সোহরাওয়াদীর মৃত্যুবার্ষিকী, ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস, ২৪ জানুয়ারি গণ-অভ্যুত্থান দিবস পালন যথাযথ মর্যাদায় পালনের সিদ্ধান্ত হয়েছে।

বৈঠক শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের ব্রিফিং করেন। এসময় তিনি জানান, নির্বাচন সামনে রেখে নির্বাচন পরিচালনা কমিটিও গঠন হয়েছে। এতে চেয়ারম্যান হিসেবে রয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও সদস্য সচিব সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কো-চেয়ারম্যানের পদটি খালি রাখা হয়েছে। এছাড়া কমিটিতে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, উপদেষ্টা পরিষদ সদস্য, সকল সহযোগী সংগঠনের সভাপতি-সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি-সম্পাদককে সদস্য হিসেবে রাখা হয়েছে।

কাদের বলেন, তফশিল ঘোষণা পরপরই ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে। আগে মনোনয়ন ফরম ৩০ হাজার টাকা ছিল, এবার ৫০ হাজার টাকা করে দিতে হবে। দলীয় মনোনয়ন চাইলে কেউ অনলাইনে সংগ্রহ এবং জমা করতে পারবেন বলেও জানান তিনি।
বিবার্তা



বিষয়: #  #  #


আর্কাইভ