শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩১

Somoy Channel
বৃহস্পতিবার ● ৯ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » বাংলাদেশ » প্রধানমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ সিসিক মেয়রের
প্রথম পাতা » বাংলাদেশ » প্রধানমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ সিসিক মেয়রের
৭৯ বার পঠিত
বৃহস্পতিবার ● ৯ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রধানমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ সিসিক মেয়রের

প্রধানমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ সিসিক মেয়রেরসিলেট সিটি করপোরেশন (সিসিক) এলাকার উন্নয়নে ১৪শ কোটি ৫৯ লক্ষ টাকার প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় নগর ভবনের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ধন্যবাদ জানান তিনি।

এছাড়া বৃহত্তর সিলেটের উন্নয়ন প্রধানমন্ত্রীর সহযোগীতা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন আনোয়ারুজ্জামান।

সিলেট সিটি করপোরেশন (সিসিক) এলাকার উন্নয়নে ১৪শ কোটি ৫৯ লক্ষ টাকার একটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন দেওয়া হয়। এছাড়া বৃহত্তর সিলেটের উন্নয়নসংশ্লিষ্ট আরও দুটি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাজধানী ঢাকার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সিসিক সূত্র জানায়, সিলেট সিটি করপোরেশনের নাগরিকদের কল্যাণে একেনেক সভায় মহানগরের সম্প্রসারিত এলাকাসহ সমন্বিত অবকাঠামো উন্নয়নের জন্য ১৪শ কোটি ৫৯ লক্ষ টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এই টাকার মধ্যে ৩০ ভাগ অর্থাৎ- ৪৩৭ কোটি টাকা ব্যয় হবে সিসিকের নিজস্ব তহবিল থেকে। আর বাকি টাকার মধ্যে বিনা শর্তে সরকার থেকে মিলবে ৪০৮ এবং ৫ ভাগ সুদে মিলবে ৬১৩ কোটি টাকা।

এছাড়া রাজউক পূর্বাচল ৩০০ ফুট মহাসড়ক হতে মাদানী এভিনিউ সিলেট মহাসড়ক পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ (দ্বিতীয় সংশোধিত) প্রকল্প এবং বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, মৌলভীবাজার (প্রথম পর্যায়) প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছে।

উল্লেখ্য, এ সরকারের মেয়দের শেষ একনেক সভায় ৪৪টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ৩৯ হাজার ৩৪৪ কোটি টাকা। এর মধ্যে জিওবি ৩০ হাজার ১২৩ কোটি টাকা এবং বৈদেশিক ঋণ থেকে পাওয়া যাবে ৭৬৮ কোটি টাকা।



বিষয়: #  #  #


আর্কাইভ