রবিবার ● ৩ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » ‘পুলিশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ভিত্তিহীন’
‘পুলিশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ভিত্তিহীন’
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেছেন, পুলিশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।মানবাধিকার লঙ্ঘন নয় বরং তা সংরক্ষণ করাই পুলিশের কাজ।
সম্প্রতি একটি আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে পুলিশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রসঙ্গে আজ রোববার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বিপ্লব কুমার সরকার বলেন, কেউ যদি বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা বাংলাদেশ পুলিশ মানবাধিকার লঙ্ঘন করছে, তাহলে এটি হবে একটি ঢালাও মন্তব্য। এটি ভিত্তিহীন, অমূলক ও সর্বজনীনভাবে মিথ্যা অভিযোগ। বিশেষ উদ্দেশে অনেক সময় এ ধরনের অভিযোগ করা হয়ে থাকে।
ডিএমপির এই কর্মকর্তা বলেন, মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনায় পুলিশ সব সময় ভুক্তভোগীদের পাশে দাঁড়ায়। আমরা মানবাধিকার রক্ষায় সব সময় কাজ করি। কেউ মানবাধিকার লঙ্ঘনের শিকার হলে আমরা তাকে নিরাপত্তা দিই। আমরা বরং মানবাধিকারকে সম্মান করি, রক্ষা করি।
সম্প্রতি রাজনৈতিক কর্মসূচি থেকে পুলিশের ওপর হামলা, মারধর এমনকি পুলিশ সদস্যদের নির্মমভাবে পিটিয়ে হত্যার মতো কয়েকটি ঘটনার কথা উল্লেখ করেন বিপ্লব কুমার সরকার।
বিষয়: #অভিযোগ #পুলিশ. মানবাধিকার #লঙ্ঘন