রবিবার ● ৩ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » অবিশ্বাস্য ছাড়ে ‘স্বপ্নে’র বাজারে স্বস্তি
অবিশ্বাস্য ছাড়ে ‘স্বপ্নে’র বাজারে স্বস্তি
ঊর্ধ্বমুখী নিত্য পণ্যের বাজারের দামে দিশেহারা ক্রেতাদের জন্য স্বস্তির বাজারদর নিয়ে এলো দেশের জনপ্রিয় সুপারশপ ‘স্বপ্ন’। গত সপ্তাহের পর আবারও পরিবারের প্রয়োজনীয় অনেক পণ্যে অবিশ্বাস্য ছাড় দিচ্ছে সুপারশপটি।
স্বপ্ন কর্তৃপক্ষ জানায়, ১ ও ২ ডিসেম্বর (শুক্রবার ও শনিবার) বেশকিছু পণ্য খোলা বাজারের চেয়ে কম দামে গ্রাহকরা কিনতে পারবেন ক্রেতারা।
যেসব পণ্যে ছাড় দিচ্ছে স্বপ্ন-
গরুর মাংস ৬৫০ টাকা, পুষ্টি সয়াবিন তেল- ৫ লিটার ৭৭০ টাকা, ডিম (ফার্ম ব্রাউন) ৯.৫০ টাকা প্রতি পিস, লাল শাক (প্রতি আঁটি) ৫ টাকা, পালং শাক (প্রতি আঁটি) ৫ টাকা, ফুলকপি প্রতি পিস ২০ টাকা, বাঁধাকপি প্রতি পিস ২০ টাকা, চিনি চম্পা কলা প্রতি পিস ৩ টাকা, কমলা প্রতি কেজি ১৯০ টাকা, রোস্টের মুরগী প্রতি পিস ১৬০ টাকা, ইলিশ (৪০০-৪৯৯ গ্রাম)- প্রতি পিস ৩৯৯ টাকা, রুই মাছ (১ থেকে ১.৪ কেজি সাইজ) ২৫৫ টাকা, ফ্রেশ লবণ ( ১ কেজি) ৩৬.৮০ টাকা, ইস্পাহানি মির্জাপুর বেস্টলিফ চা ৫০০ গ্রাম ২১০ টাকা, নিভিয়া লোশন ইন্টেনসিভ- ৪০০ +- মিলি ৬৯৩ টাকা, লাক্স সোপ রোজ এন্ড ভিটামিন-ই/ জেসমিন এন্ড ভিটামিন-ই ১৫০ গ্রাম ( ২ পিস কিনলে) ১৩৬.৫০ টাকা, মিনিকেট প্রিমিয়াম ( ন্যুনতম ১৫ কেজি কিনলে) ৬৫ টাকা, স্বপ্ন ইনস্ট্যান্ট মসলা নুডলস ৪৯৬ গ্রাম ১২৪.৯৫ টাকা, সার্ফ এক্সেল – ১ কেজি ২৭৩ টাকা, পন্ডস কোল্ড ক্রিম ৫০ গ্রাম ৮৪ টাকা, স্যাভলন টুইংকেল বেবি প্যান্ট ডায়াপার-এক্স-এল -৪৪ পিস ৮৪৪.২০ টাকা, মসুর ডাল (ছোট দানা ১ কেজি) ১২৫ টাকা ও সানসিল্ক স্টানিং বি শাইন/ হেয়ারফল / থিক অ্যান্ড লং শ্যাম্পু - ৩৪০ +-১০ মিলি ৩৩৬ টাকায় পাচ্ছেন এসব পণ্য তবে এসব পণ্যের সঙ্গে আরো রয়েছে ভ্যাট মুক্ত সুবিধা।
এছাড়া এসিআই ও পুষ্টি ব্র্যান্ডের আটা, ময়দা ১ কেজিতে পাওয়া যাবে ১৮ টাকা ছাড়। একটি পরিবারের ঘরের মাসের বাজারে স্বপ্ন সবগুলো প্রয়োজনীয় পণ্যে সর্বোচ্চ ডিসকাউন্ট দিচ্ছে । এছাড়া খোলা চাল, ডাল, চিনি, আলু, পিয়াঁজ, মাছ, মাংসতে কোনো ভ্যাট নেই ।
বিষয়: #অবিশ্বাস্য #ছাড় স্বপ্ন #বাজার #স্বস্তি