শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

Somoy Channel
শুক্রবার ● ১ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে মনোনয়ন পত্র দাখিল
প্রথম পাতা » প্রধান সংবাদ » হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে মনোনয়ন পত্র দাখিল
৯৬ বার পঠিত
শুক্রবার ● ১ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে মনোনয়ন পত্র দাখিল

বুলবুল আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি ও দুই স্বতন্ত্র প্রার্থী

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে মনোনয়ন পত্র দাখিলগতকাল বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নবীগঞ্জ-বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন প্রার্থীরা।

জানা যায়- গতকাল দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অনুপম দাস অনুপের হাতে মনোনয়ন পত্র জমা দেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডাক্তার মুশফিক হোসেন চৌধুরী। বিকেলে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাবেক এমপি মুনিম চৌধুরী বাবু ও স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় যুবলীগের সদস্য গাজী মোহাম্মদ শাহেদ মনোনয়ন পত্র জমা দেন। অন্যদিকে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মহুয়া শারমিন ফাতেমার হাতে মনোনয়ন পত্র দাখিল করেন আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিয় স্বতন্ত্র প্রার্থী সাবেক সংরক্ষিত সাবেক সংসদ সদস্য আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া। ঢাকায় অবস্থান করে অনলাইনে মনোনয়ন পত্র দাখিল করেছেন তৃণমূল বিএনপির মনোনীত প্রার্থী মইন মিয়া।

মনোনয়ন দাখিল শেষে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডাক্তার মুশফিক হোসেন চৌধুরী বলেন- শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়ে নবীগঞ্জ-বাহুবলে পাঠিয়েছে, আমি আওয়ামী লীগের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে প্রধানমন্ত্রীকে নৌকা উপহার দিয়ে চাই।

জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাবেক এমপি এম.এ মুনিম চৌধুরী বাবু বলেন- আওয়ামীলীগ ও জাতীয় পার্টির মধ্যে এখন কোনো জোট নেই, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি একক ভাবে অংশগ্রহণ করছে, আমি ২০১৪ সালে সংসদ সদস্য হয়ে এই আসনে অবকাঠামোগত উন্নয়নসহ অনেক উন্নয়ন করেছি, আশা করছি মানুষ লাঙল মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে।

স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য গাজী মোহাম্মদ শাহেদ বলেন- প্রধানমন্ত্রী নির্বাচন অংশগ্রহণমূলক করতে স্বতন্ত্র প্রার্থীদের প্রার্থী হতে উৎসাহ দেয়ায় আমি প্রার্থী হয়েছি, দলের সিদ্ধান্ত যদি পরিবর্তন হয় এবং মনোনয়ন প্রত্যাহার করার নির্দেশনা আসে অবশ্যই আমি মনোনয়ন প্রত্যাহার করে নৌকার বিজয় সুনিশ্চিত করতে কাজ করবো। এক প্রশ্নের জবাবে তিনি বলেন- আওয়ামী লীগের ডামি প্রার্থী হয়ে আমি নির্বাচনে অংশগ্রহণ করতে চাই।



বিষয়: #


আর্কাইভ