বৃহস্পতিবার ● ৩০ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » ৮২ আসনে প্রার্থী দিলো বিএনএম, সিলেটে ৪
৮২ আসনে প্রার্থী দিলো বিএনএম, সিলেটে ৪
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮২ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)। এর মধ্যে সিলেট বিভাগের ৪ আসনে দেওয়া হয়েছে প্রার্থী। তবে সিলেট জেলার কোনো আসনে প্রার্থী দেয়নি বিএনএম।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিএনএম মহাসচিব ডা. মো. শাহজাহানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দলের ভারপ্রাপ্ত সভাপতি শাহ মো. আবু জাফর এবং মহাসচিব ডা. মো. শাহজাহানের সই করা তালিকায় ৮২ আসনে বিএনএম মনোনীত প্রার্থীর নাম উল্লেখ করা হয়েছে।
এর মধ্যে সিলেট বিভাগের আসনগুলো হচ্ছে- সুনামগঞ্জ-১, সুনামগঞ্জ-৪, হবিগঞ্জ-৩ ও হবিগঞ্জ-৪।
গত আগস্টে নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়ে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছিল বিএনএম। তবে মাত্র ৮২টি আসনে প্রার্থী দেওয়ার ব্যাখায় দলটি বিজ্ঞপ্তিতে বলেছে, ‘আমাদের মনোনীত প্রার্থীদের তালিকা দেখলেই বুঝতে পারবেন- আমরা কোয়ান্টিটিতে নয় বরং কোয়ালিটিতে বিশ্বাস করি। এ কারণে দেশের বিভিন্ন আসন থেকে ৪৭৮ জন মনোনায়ন প্রত্যাশীর মধ্যে ৮২ জনকে চূড়ান্ত করেছি।’
বিষয়: #নির্বাচন ২০২৪