বৃহস্পতিবার ● ৩০ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » মালয়েশিয়ায় ভবন ধসে নিহত ৩ বাংলাদেশির পরিচয় মিলেছে
মালয়েশিয়ায় ভবন ধসে নিহত ৩ বাংলাদেশির পরিচয় মিলেছে
মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে মালয়েশিয়ার পেনাং রাজ্যে নির্মাণাধীন ভবনটি ধসে পড়ে।
নিহতরা হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের মো. আফসার আলীর ছেলে মোহাম্মদ মোকাদ্দেশ আলী, কুমিল্লার দেবিদ্বার উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মো. রওশন আলীর ছেলে মোহাম্মদ সাইফুল ইসলাম এবং পাবনার চাটমোহর উপজেলার ছাইপাই গ্রামের ওসমান মন্ডলের ছেলে মো. আহাদ আলী।
অনাকাঙ্ক্ষিত এ দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিকদের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন।
দুর্ঘটনার পর মালয়েশিয়ায় বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মাদ খোরশেদ আলম খাস্তগীরের নির্দেশে হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) এ এস এম জাহিদুর রহমান এবং আইন সহকারী সুকুমারান সুবরামানিয়মকে ঘটনাস্থলে যান। এরপর তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তথ্য সংগ্রহ করে নিহতদের পরিচয় নিশ্চিত করেন। নিহতদের মরদেহ বর্তমানে পেনাং জেনারেল হাসপাতালে সংরক্ষিত রয়েছে।
এছাড়া আহত দুই বাংলাদেশি শ্রমিককে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তারা পেনাং জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উদ্ধার কাজ এখনো চলমান রয়েছে।
নিহতদের দ্রুত বাংলাদেশে প্রেরণের জন্য পরিবারের সঙ্গে যোগাযোগ করছে হাইকমিশন। এছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত মৃত্যুজনিত ক্ষতিপূরণ আদায়ের জন্যও চেষ্টা করা হচ্ছে।
বিষয়: #পরিচয় #বাংলাদেশি #ভবন #মালয়েশিয়া