মঙ্গলবার ● ২৮ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » বাংলাদেশ » ইসলামপুরে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
ইসলামপুরে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
জামালপুরের ইসলামপুরে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ ২০২৩/২৪ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। ২৭ নভেম্বর, সোমবার দুপুরে উপজেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে চলতি মৌসুমের আমন ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধ করেন ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম।
এসময় ইসলামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার এএলএম রেজোয়ান, উপজেলা খাদ্য গুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোফাজ্জল হোসেন, উপজেলার চাল কল মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম মিস্টার ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাজুসহ অনেকেই উপস্থিত ছিলেন।
এবার প্রতি কেজি ধান সরকারি ক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০টাকা ও চাল ৪৪ টাকা। আগামী ২৮ ফেব্রুয়ারি/২০২৪ইং পর্যন্ত এ সংগ্রহ কার্যক্রম চলবে।
বিষয়: #অভ্যন্তরীণ #আমন #ইসলামপুর #চাল #ধান