শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১

Somoy Channel
রবিবার ● ২৬ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » মনোনয়নপত্র জমার আগে কী করতে হবে জানালো ইসি
প্রথম পাতা » প্রধান সংবাদ » মনোনয়নপত্র জমার আগে কী করতে হবে জানালো ইসি
৪৩ বার পঠিত
রবিবার ● ২৬ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মনোনয়নপত্র জমার আগে কী করতে হবে জানালো ইসি

মনোনয়নপত্র জমার আগে কী করতে হবে জানালো ইসিদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের আগে সরকারি প্রতিষ্ঠানের বিল পরিশোধ করতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া প্রস্তাবকারী ও সমর্থনকারীর যোগ্যতার বিষয়েও জানিয়েছে ইসি।

২৬ নভেম্বর, রবিবার নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত পরিপত্র-৪ এ এমন তথ্য জানানো হয়।

পরিপত্রে ইসি জানায়, জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্রে প্রস্তাবকারী ও সমর্থনকারী হওয়ার ক্ষেত্রে যোগ্যতা সম্পর্কে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এ বিধান রয়েছে। জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার অযোগ্যতার বিধানে বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের বিল পরিশোধের বিষয়েও সুনির্দিষ্ট বিধান রয়েছে।

প্রস্তাবকারী ও সমর্থনকারীর যোগ্যতা বিষয়ে ইসি জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশের ১২ অনুচ্ছেদের (২) দফার বিধান অনুসারে নির্ধারিত ফরমে প্রত্যেক মনোনয়ন প্রস্তাব পৃথক মনোনয়নপত্রের সাথে দাখিল করতে হবে। যা প্রস্তাবকারী ও সমর্থনকারীর স্বাক্ষরিত হতে হবে।

প্রস্তাবকারী ও সমর্থনকারীদের যোগ্যতা সম্পর্কিত গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১২ অনুচ্ছেদ (১) দফার বিধান হচ্ছে, “কোনো নির্বাচনী এলাকার যেকোনো ভোটার উক্ত এলাকার সদস্য নির্বাচনের জন্য সংবিধানের ৬৬ অনুচ্ছেদেও দফা (১) এর অধীন সদস্য হওয়ার যোগ্য যেকোনো ব্যক্তির নাম প্রস্তাব বা সমর্থন করতে পারবেন।

সরকারি সেবা প্রদানকারী সংস্থার বিল পরিশোধের বিষয়ে সংস্থাটি জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ১২ এর দফা (১) এর উপ-দফা (ঢ) অনুসারে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মনোনয়নপত্র দাখিলকারীরা টেলিফোন, গ্যাস, বিদ্যুৎ, পানি অথবা অন্যান্য সরকারি সেবা প্রদানকারী সংস্থার বিল মনোনয়নপত্র দাখিলের দিনের আগে পরিশোধ করেছেন কিনা তা নিশ্চিত হতে হবে।

বিধান অনুযায়ী মনোনয়নপত্র বাছাইয়ের সময় যাতে টেলিফোন, গ্যাস, বিদ্যুৎ, পানি অথবা অন্যান্য সেবা প্রদানকারী সংস্থাগুলোর স্থানীয় দপ্তর হতে রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রতিনিধি দেওয়ার জন্যও নির্দেশনা দিতে হবে। মনোনয়নপত্র পরীক্ষার সময় তাদের প্রদত্ত তথ্য বিবেচনা করতে হবে বলে জানিয়েছে ইসি।



বিষয়: #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)