রবিবার ● ২৬ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » নৌকা প্রতীক ফিরে পেলেন যেসব হেভিওয়েট প্রার্থী
নৌকা প্রতীক ফিরে পেলেন যেসব হেভিওয়েট প্রার্থী
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা থেকে ছিটকে পড়া একাধিক হেভিওয়েট নেতা নৌকা প্রতীক ফিরে পেয়েছেন।
২৬ নভেম্বর, রবিবার বিকেল সোয়া ৪টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দল মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ঘোষিত তালিকা অনুযায়ী দেখা যায়, একাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীক বঞ্চিত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট সানজিদা খানম নৌকা প্রতীক ফিরে পেয়েছেন।
চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রম, ঢাকা-১৩ আসনে জাহাঙ্গীর কবির নানক, ফরিদপুর-১ আসনে আব্দুর রহমান, ঢাকা-৮ আসনে যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং ঢাকা-৪ আসনে এডভোকেট সানজিদা খানম নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বিষয়: #নির্বাচন ২০২৪