রবিবার ● ২৬ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » মতামত » ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন (”সৈয়দ বাড়ী” গ্রাম: কালাইনজুড়া
ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন (”সৈয়দ বাড়ী” গ্রাম: কালাইনজুড়া
আমি খুবই বিরক্ত !
সকল আশা-আকাঙ্ক্ষার প্রতি আমার হৃদয় ভেঙ্গেছে আমার চাচাতো ভাই ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন (”সৈয়দ বাড়ী” গ্রাম: কালাইনজুড়া সাত নম্বর ইউনিয়ন, বানিয়াচুং,হবিগঞ্জ) এই মেয়াদে মনোনয়ন পাননি এবং তিনি কেন্দ্রীয় এবং সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তিদের দ্বারা জারি করা সমস্ত মানদণ্ড এবং নিয়মগুলি পূরণ করেছেন।
সর্বোপরি তিনি বলেছেন যে তিনি ডামি প্রার্থী হতে পারেন এটি ভুল হবে। তার মধ্যে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য ও মন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সৈয়দ মিজান, “সৈয়দ বাড়ী” গ্রাম: কালাইনজুড়া, সাত নম্বর ইউনিয়ন, বানিয়াচুং,হবিগঞ্জ
বিষয়: #কালাইনজুড়া #গ্রাম #বাড়ী #ব্যারিস্টার #সায়েদুল #সুমন #সৈয়দ #সৈয়দ #হক