শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

Somoy Channel
শনিবার ● ২৫ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » বাংলাদেশ » রাজশাহীতে বিএনপির ১২৭২ নেতাকর্মী গ্রেফতার: মিজানুর রহমান মিনু
প্রথম পাতা » বাংলাদেশ » রাজশাহীতে বিএনপির ১২৭২ নেতাকর্মী গ্রেফতার: মিজানুর রহমান মিনু
৩৭ বার পঠিত
শনিবার ● ২৫ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজশাহীতে বিএনপির ১২৭২ নেতাকর্মী গ্রেফতার: মিজানুর রহমান মিনু

রাজশাহীতে বিএনপির ১২৭২ নেতাকর্মী গ্রেফতার: মিজানুর রহমান মিনুগত ২৮ অক্টোবর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত রাজশাহীতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ৪০টি মামলা দায়ের করা হয়েছে। আর এ সব মামলায় এক হাজার ২৭২ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।

২৫ নভেম্বর, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর মালোপাড়ায় দলীয় কার্যালয়ে আয়োজিত মহানগর ও জেলা বিএনপির যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান এবং সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মিজানুর রহমান মিনু।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৫ দিনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ১২টির মধ্যে ১০টি থানায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ২৯টি মামলা দায়ের করা হয়েছে। এ সব মামলায় গ্রেফতার করা হয়েছে ৫৫৪ জনকে।

এছাড়াও জেলার আটটি থানায় ১১টি মামলা দায়ের করা হয়েছে। এ সব মামলায় গ্রেফতার করা হয়েছে ৭১৮ জনকে।

এখন পুলিশ জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা অভিযোগ করেন, প্রতিরাতেই দলের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে অভিযান চালাচ্ছে পুলিশ। বাড়িতে তাদের না পেলে পরিবারের সদস্যদের নির্যাতন করা হচ্ছে। এমনকি বিএনপির কোন কোন নেতার স্ত্রীকেও ধরে নিয়ে যাওয়ার চেষ্টার ঘটনা ঘটিয়েছে পুলিশ।

যানবাহনে আগুন দেওয়া ও পুলিশের গাড়িতে বোমা হামলার ঘটনার সঙ্গে বিএনপির নেতাকর্মী জড়িত নয় দাবি করে পুলিশের গ্রেফতার অভিযান বন্ধসহ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও শান্তিপূর্ণ আন্দোলনে সহযোগী করার দাবি জানান মিজানুর রহমান মিনু।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির বন পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, নগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, জেলা বিএনপির সদস্য সচিব শিবনাথ সরকার।

এছাড়াও সংবাদ সম্মেলনে ছয়জন বিএনপিপন্থি আইনজীবী উপস্থিত ছিলেন।



বিষয়: #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)