শনিবার ● ২৫ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » খেলা » ক্রিকেট ছাড়লেন ‘বিশ্বকাপ দলে ঠাঁই না পাওয়া’ পাকিস্তানি অলরাউন্ডার
ক্রিকেট ছাড়লেন ‘বিশ্বকাপ দলে ঠাঁই না পাওয়া’ পাকিস্তানি অলরাউন্ডার
” ইমাদ পাকিস্তানের হয়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন এ বছরের এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে ”
“২০২০ সালের পর এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট না খেলার যুক্তি দেখিয়ে” বিশ্বকাপ দলে না নেওয়া পাকিস্তানের সাদা বলের অলরাউন্ডার ইমাদ ওয়াসিম আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
শুক্রবার (২৪ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতির মাধ্যমে অবসর ঘোষণার বিষয়টি জানান তিনি।
ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ১২১টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ইমাদ পাকিস্তানের হয়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন এ বছরের এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে।
বিবৃতিতে ইমাদ ওয়াসিম বলেন, “সাম্প্রতিক দিনগুলিতে আমি আমার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে অনেক চিন্তাভাবনা করছি এবং আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করার এখনই আমার জন্য সঠিক সময়।”
৩৪ বছর বয়সী এই অলরাউন্ডার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), ভক্ত, পরিবার এবং বন্ধুদের ক্রমাগত সমর্থনের জন্য ধন্যবাদ জানান।
২০১৫ সালে লাহোরে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক অভিষেক হয় ওয়েলসে জন্ম নেওয়া ইমাদের। ওই বছরই কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেন প্রথম ওয়ানডে।
বাঁহাতি স্পিনের পাশাপাশি লোয়ার অর্ডারে ব্যাটিং করা ইমাম ৬৬টি টি-টোয়েন্টিতে ৬৫টি উইকেট নেওয়ার সঙ্গে করেছেন ৪৮৬ রান।
৫৫ ওয়ানডের ক্যারিয়ারে তার উইকেট ৪৪টি, পাশাপাশি ৪২.৮৬ গড়ে ৯৮৬ রানও আছে তার। ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিজয়ী দলের সদস্য ছিলেন তিনি, খেলেছিলেন ফাইনালেও।
এ বছর পর্যন্ত টি-টোয়েন্টি খেললেও ওয়ানডে দল থেকে বেশ আগেই বাদ পড়েন তিনি। ২০২০ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ৫০ ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন তিনি।
২০১৬ ও ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সঙ্গে ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপে খেলেছিলেন ইমাদ। তবে দুই সংস্করণের সর্বশেষ দুটি বিশ্বকাপে দলে জায়গা হয়নি তার।
ইমাদ বলেন, “বছরের পর বছর ধরে সমস্ত সমর্থনের জন্য পিসিবিকে ধন্যবাদ জানাতে চাই। পাকিস্তানের প্রতিনিধিত্ব করা সত্যিই একটি সম্মানের বিষয় ছিল আমার জন্য। ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটে আমার ১২১টি ম্যাচের প্রতিটি স্বপ্নের মতো ছিল।”
তিনি বলেন, “পাকিস্তান সমর্থকদের ধন্যবাদ সবসময় আমাকে এই ধরনের আবেগের সাথে সমর্থন করার জন্য। চূড়ান্ত ধন্যবাদ আমার পরিবার এবং বন্ধুদের, যারা ক্রিকেটের সর্বোচ্চ স্তর অর্জন করতে গুরুত্বপূর্ণ সাহায্য ও সহযোগিতা করেছিল।”
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ইমাদ মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া আবুধাবি টি-১০ লিগে খেলবেন ডেকান গ্ল্যাডিয়েটর্সের হয়ে।
বাহাতি এই অর্থডক্স বোলার তার বোলিং অ্যাকুরেসি ও পাওয়ার হিটিংয়ের জন্য পরিচিত ছিলেন।
বিষয়: #ক্রিকেট