বৃহস্পতিবার ● ২৩ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রযুক্তি » বাংলাদেশে ইন্টারনেট ব্রাউজিংয়ে দ্রুতগতির মোবাইল আইফোন
বাংলাদেশে ইন্টারনেট ব্রাউজিংয়ে দ্রুতগতির মোবাইল আইফোন
“আইফোন ১৪ প্লাস’ ব্রাউজিংয়ে গতির ক্ষেত্রে শীর্ষস্থানে রয়েছে”
ইন্টারনেটের গতি পরীক্ষা ও বিশ্লেষণের প্রতিষ্ঠান “ওকলা” পরিচালিত নিরীক্ষায় চলতি বছরের তৃতীয় প্রান্তিকে বাংলাদেশের ইন্টারনেট ব্রাউজিংয়ে গতির ক্ষেত্রে শীর্ষস্থানীয় ডিভাইস হিসেবে স্বীকৃতি পেয়ে “আইফোন”। দেশে “আইফোন ১৪ প্লাস” ব্রাউজিংয়ে গতির ক্ষেত্রে শীর্ষস্থানে রয়েছে। ডিভাইসটির ডাউনলোড স্পিড ৪৫.৯৩ এমবিপিএস এবং আপলোড স্পিড ১৫.৩৮ এমবিপিএস।
পরের অবস্থানে রয়েছে “আইফোন ১৩”, “আইফোন ১২ (ফাইভ জি)” এবং “আইফোন ১৩ প্রো ম্যাক্স”। যেগুলোর ডাউনলোড স্পিড যথাক্রমে ৪৪.৭১ এমবিপিএস, ৪৩.৮৪ এমবিপিএস এবং ৪২.৫৭ এমবিপিএস।
নিরীক্ষায় বলা হয়েছে, অ্যাপলের ডিভাইসগুলো মিডিয়ান মোবাইল ডাউনলোড গতি ৩৪.৮০ এমবিপিএস প্রকাশ করে। যা অন্য সকল মোবাইল ব্র্যান্ডের থেকে বেশি। অ্যাপলের পরের অবস্থানে রয়েছে “ওয়ান প্লাস”, “স্যামসাং”, “শাওমি” এবং “রিয়েলমি” মোবাইল। যেগুলোর ডাউনলোড স্পিড যথাক্রমে ৩০.০৭ এমবিপিএস, ১৮.৬৮ এমবিপিএস, ১৬.১০ এমবিপিএস এবং ১৫.৯৭ এমবিপিএস।
বিষয়: #আইফোন