বুধবার ● ২০ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » রাজশাহী » জয়পুরহাটে তরুণ উদ্যোক্তাদের ব্র্যাকের অবহিতকরণ সভা
জয়পুরহাটে তরুণ উদ্যোক্তাদের ব্র্যাকের অবহিতকরণ সভা
মোফাজ্জল হোসেন, জয়পুরহাট:
তরুণ উদ্যোক্তাদের আর্থসামাজিক উন্নয়নে কর্মসংস্থান সৃষ্টির লক্ষে তরুণদের অর্থনৈতিক সুযোগ তৈরি এবং ক্যারিয়ার গড়ার কাজের সাথে তাদের কে যুক্ত করতে ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি জয়পুরহাট সদর উপজেলা শাখায় সিলাটেক-প্রমিজ ও ইডি প্রজেক্ট অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
জয়পুরহাটে ব্র্যাকের আনলকিং ফাইন্যান্সিয়াল সল্যুশন্স ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের উদ্যোগে বুধবার সদর উপজেলা হলরুমে ব্র্যাকের জেলা সমন্বয়কারী আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী আফিসার রাশেদুল ইসলাম।
নারী উদ্যোক্তা তিশা আক্তার জয়া’র পরিচালনায় বিশেষ অতিথি’র বক্তব্যে দেন উপজেলা স্বাস্থ্য প. প. কর্মকর্তা ডা: তুলশী চন্দ্র রায়, জয়পুরহাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোফাজ্জল হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার আল ইমরান, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ জে এম আশিকুর রহমান, উপজেলা সমবায় অফিসার মর্জিনা বেগম। সিলাটেক কর্মসূচী সম্পর্কে ধারনা প্রদান করেন ব্র্যাক স্কিলস ডেভলপমেন্ট প্রোগ্রাম (প্রমিজ) এর জেলা ব্যবস্থাপক ফাহাদ সিদ্দিকী পান্থ।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন নারী উদ্যোক্তা নিলুফা আক্তার, রোহানা রিজভী, উদ্যোক্তা সাগর, জেলা ব্যবস্থাপক (ইডি) শিশির রঞ্জন রায়, প্রোগ্রাম অর্গানাইজার (স্টার) মোঃ আশিকুল গণি ও এসোসিয়েট অফিসার রুবেল হক।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স (দাবি), এরিয়া ম্যানেজার, (প্রগতি), এরিয়া ম্যানেজার (দাবী) শাখা ব্যবস্থাপক এবং বিসিইউপি ম্যানেজার, উপজেলা হিসাব ব্যবস্থাপক, হিসাব কর্মকতাগন সহ সিলাটেক প্রমিজ ও ইডির ক্লায়েন্টগন।
এমন একটি বিশ্ব গড়ে তোলার দৃষ্টিভঙ্গি যেখানে তরুণরা তাদের সমাজের আর্থসামাজিক উন্নয়নে কাজ করতে এবং সক্রিয় এজেন্ট হতে সক্ষম হয়।
বিষয়: #অবহিতকরণ #উদ্যোক্তা #জয়পুরহাট #তরুণ #ব্র্যাক