বৃহস্পতিবার ● ১৮ জুলাই ২০২৪
প্রথম পাতা » রাজশাহী » জয়পুরহাটে আড়াই বছরে ১৯৩ কুষ্ঠ রোগী শনাক্ত
জয়পুরহাটে আড়াই বছরে ১৯৩ কুষ্ঠ রোগী শনাক্ত
মোফাজ্জল হোসেন, জয়পুরহাট:
‘চিকিৎসা করালে কুষ্ঠ রোগ সহজেই ভাল হয়ে যায়। তাই এসব রোগে আক্রান্ত ব্যক্তিদের ভীতু হওয়ার কোন কারণ নেই।’ জয়পুরহাট শহরের হাজী বদর উদ্দীন রোডে দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের কার্যালয়ে বেলা সাড়ে ১১ টায় কুষ্ঠ রোগ সম্পর্কে সমাজে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভায় বক্তরা এসব কথা বলেন।
প্রয়াস-একসিলেরেটিং লেপ্রসি সার্ভিস প্রকল্পের আয়োজনে সভায় বক্তরা জানান, ‘জয়পুরহাট জেলায় ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১৯৩ জন কুষ্ঠ রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৪৬ জন। এছাড়া ১৯৯৫ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ৪ হাজার ৬৯৮ জন কুষ্ঠ রোগী শনাক্ত করা হয় এ জেলায়। এই রোগ হলে ভয়ের কোন কারণ নেই। যথাসময়ে চিকিৎসা করালে আক্রান্ত ব্যক্তিরা সুস্থ হচ্ছে।’
এসময় বক্তব্য রাখেন, প্রয়াস-একসিলেরেটিং লেপ্রসি সার্ভিস প্রকল্পের জয়পুরহাটের টেকনিক্যাল সাপোর্ট অফিসার সলোমন মারান্ডী, প্রয়াস-প্রকল্প দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ জয়পুরহাটের ডেভেলপমেন্ট ফ্যাসিলিটের গোলাম হক্কানি, ফিল্ড ফ্যাসিলিটের কৃষ্ণ কান্ত রায় ও সহকারী ডিভাইস টেকনিশিয়া জাহাঙ্গীর আলম।
সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিষয়: #কুষ্ঠ #জয়পুরহাট #রোগী #শনাক্ত