শনিবার ● ২৫ মে ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » তেজগাঁওয়ে ভাড়াটিয়ার হাতে বাড়িওয়ালা খুন
তেজগাঁওয়ে ভাড়াটিয়ার হাতে বাড়িওয়ালা খুন
রাজধানীর তেজগাঁও শাহীনবাগে ভাড়াটিয়ার ছুরিকাঘাতে মোহাম্মদ রনি মিয়া (২৮) নামে এক বাড়িওয়ালা যুবক খুন হয়েছেন। এ ঘটনায় নিহতের বড় ভাই রফিক মিয়া (৩১) ছুরিকাঘাতে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (২৪ মে) দিনগত রাত আড়াইটার দিকে এই ঘটনাটি ঘটে।
মোরশেদ পাঠাও চালক ছিলেন। হত্যাকাণ্ডের পর তিনি পালিয়ে যান।
নিহতের স্ত্রী লাকি আক্তার জানান, আমাদের বাড়িতে মোরশেদ নামে এক ভাড়াটিয়া থাকতেন। রাতে আমার স্বামীর এবং ওই ভাড়াটিয়াসহ তিনজন আড্ডা দিচ্ছিলেন। এ সময় মোরশেদের সঙ্গে আমার স্বামীর তর্কাতর্কি হয়। একপর্যায়ে মোরশেদ ধারালো অস্ত্র দিয়ে তার স্বামীকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে, ওই সময় আমার ভাশুর বাধা দিলে তাকেও কুপিয়ে আহত করে পালিয়ে যায় ঘাতক মোরশেদ। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক রনিকে মৃত বলে জানান।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
বিষয়: #খুন