বৃহস্পতিবার ● ২৩ মে ২০২৪
প্রথম পাতা » কবিতা » শিরোনাম - আক্ষেপ
শিরোনাম - আক্ষেপ
কলমে - সৈয়দ মোহাম্মদ ইসমাঈল
তারিখ - ২৩/০৫/২৪
বর্তমানে শরীর হয়েছে দূর্বল মোর,
কারণ বয়সটা হয়েছে বেশি।
ঐ পরপারে যাওয়ার সময় হয়েছে,
তাইতো মনে তে নেই যে খুশি।
নিজ পাপেতে গড়েছি জীবন খানি,
তাইতো মনে তে ভীষণ ভয়।
ঐ খোদার কাছে দেখাবো কি মুখ ?
মনে তে এনিয়ে হয় সংশয়।
সকলেরই কাছে আমি ক্ষমার প্রার্থী,
করেছি যাদের সাথে বহু ভুল।
খোদার রাহে আমাকে করিও ক্ষমা,
যাতে মরেও হতে পারি নির্ভুল।
নিজ পেছন জীবনে দেখেছি তাকিয়ে,
পারিনি করতে ভালো কিছু কাজ।
এনিয়ে মৃত্যুর আগে বুঝেছি নিজ ভুল,
তাই ভিষণ লজ্জিত হয়েছি আজ।
তাই সকলেরই বলি নিজ মৃত্যুর আগে,
নিজ ভুলেরই করে নিই সংশোধন।
কারোরই মৃত্যু কভু আসে না জানিয়ে,
তাই সর্বদা করে রাখি পবিত্র মন।
বিষয়: #আক্ষেপ #শিরোনাম